Before Buy a Gaming Chair, You Should Know
![]() |
Before Buy a Gaming Chair, You Should Know |
Before Buy a Gaming Chair, You Should Know. গেমিং চেয়ার কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন। আজকের এই আর্টিকেল আলোচনা করব আপনি একটি গেমিং চেয়ার কেনার সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে কিনবেন।একটি গেমিং চেয়ারের শুধু গেমার রাই ব্যবহার করবে ব্যাপারটা ঠিক তা নয় ।
Before Buy a Gaming Chair, You Should Know
যারা কম্পিউটারে বসে দীর্ঘ সময় একটানা কাজ করেন কিংবা সারাদিন চেয়ার টেবিলে কাজ করতে করতে সময় চলে যায়। তারাও গেমিং বার রেসিং টাইপের চেয়ার গুলো কিনতে পারেন । আশা করি এতে করে আপনার কাজ করার গতি আরো বৃদ্ধি হবে এবং শারীরিকভাবে অনেক সুবিধা পাবেন ।
আমি আসলে গেমিং চেয়ার বলতে শুধুমাত্র শারীরিক সুবিধাকেই বেশি প্রাধান্য দেই। চলুন আগে জেনে নেই একটি গেমিং চেয়ার ব্যবহার করে আপনি কোন ধরনের কাজ করতে পারবেন।
গেমিং চেয়ার কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন
- অফিসে বসে টানা অনেক সময় কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ।
- ঘরে বসে যারা কাজ করেন এবং দীর্ঘ সময় ধরে টানা বসে থেকে কাজ করতে হয়।
- সারাদিনে প্রচুর সময় গেমিং এর পেছনে ব্যয় করেন।
- ফ্রিল্যান্সিং এর কাজ করা ।এক্ষেত্রে গেমিং চেয়ার দীর্ঘ সময় কাজ করার কনফিডেন্স যোগায় । এবং বায়ারের সাথে কন্টাক্ট করার সময় একটা প্রফেশনাল পরিবেশ তৈরি করে ।
- যারা বসার ক্ষেত্রে একটু আরাম কে বেশি প্রায়োরিটি দেন ।
উপরোক্ত কাজগুলো ছাড়া প্রায় সকল ধরনের কাজের জন্য সকল পরিবেশের জন্য গেমিং চেয়ারগুলোই খুব সুন্দর ভাবে মানিয়ে নেয় । এর ভিন্ন ভিন্ন ডিজাইন এবং বাসার পরিবেশ ও কিংবা অফিসের পরিবেশন অথবা হোক কোন দোকানের পরিবেশ সব জায়গাতেই সৌন্দর্য বৃদ্ধি করতেও যথেষ্ট ভূমিকা পালন করে । তো এবার চলুন জেনে নেওয়া যাক একটি গেমিং শেয়ার কেনার আগে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং কোন সকল দিকের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করবেন।
প্রথমত: ডিজাইন
গেমিং চেয়ার গুলো মানুষ সবচাইতে বেশি কিনে এর ডিজাইন এর জন্য । এটি আসলে বলার অপেক্ষা রাখে না যে গেমিং চেয়ার গুলো অনেক আরামদায়ক । এর পাশাপাশি এগুলোর আকর্ষণীয় ডিজাইন মানুষকে সবচাইতে বেশি টানে ।
কিন্তু আপনি যদি শুধু আরামটাই দেখেন , এর একটা সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যতে এর ডিজাইন এর প্রতি আপনি একটা বোর ফিল করতে পারেন । আর ডিজাইন যদি খুব একটা মেটার না করে তাহলে আপনি অফিস চেয়ার কিনতে পারেন । এগুলোর খুব একটা ডিজাইন নেই এবং দামে অনেকটা কম গেমিং চেয়ার গুলির তুলনায় । বাজারে বিভিন্ন ডিজাইন এবং কালারের গেমিং চেয়ার অ্যাভেলেবল রয়েছে ।
সেখান থেকে আপনি পছন্দ মত কালার এবং পছন্দমত ডিজাইন ঠিক করুন। এক্ষেত্রে আপনি সিক্রেট ল্যাব ২০২২ এর মডেল গুলো দেখতে পারেন । গেমিং চেয়ারগুলোর ক্ষেত্রে সবচাইতে বেশি প্রচলিত কালার গুলো হচ্ছে কালো এবং গোলাপি অথবা কালোর সাথে অন্য কোন কালারের সংমিশ্রণ । অফিস এ ব্যবহারের জন্য যদি কোনো চেয়ার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে কালো , ডার্ক নীল টাইপের কোনো রং পছন্দ করতে । আর বাসার জন্য লাল , গোলাপি , নীল সাদা। যেকোনো রং ই পছন্দ করতে পারেন ।
দ্বিতীয়ত: ওজন এবং উচ্চতা অনুযায়ী চেয়ারের সাইজ:
দ্বিতীয় এই পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।চেয়ার যদি শরীরের সাথে ভালোভাবে এডজাস্ট না হয় তাহলে চেয়ার কেনার কোন সার্থকতাই থাকে না । এতে করে একটি গেমিং চেয়ার কেনার যে সুবিধা সেগুলোর কিছুই পাবেন না । আপনার ওজন এবং উচ্চতা যদি স্বাভাবিক এর চেয়ে বেশি হয় মানে আনুমানিক ছয় ফুট ওজন এবং ৮০ কেজির উপরে ওজন হয় তাহলে বাজারের বেশিরভাগ চেয়ার ই আপনার শরীরের সাথে ফিট হবে না ।
সে চেয়ারগুলোতে আপনি বিন্দুমাত্র কমফোর্ট ফিল তো করবেনই না , বরং শারীরিক অসুবিধায় পড়ে বিরক্তিবোধ করবেন । এই ক্ষেত্রে আপনার বড় মাপের চেয়ার গুলি কেনা উচিত হবে । আর আপনি যদি আপনার বডি সাইজের চেয়ে বড় উচ্চতার চেয়ারগুলি কিনেন ঠিক একই ভাবে সেটিও আপনার শারীরিক অসুবিধা সৃষ্টি করবে ।
এতে করে আপনি চেয়ারটি এদিক সেদিক নড়াচড়া বা হেলান দিতে পারবেন না ঠিকমতো । তাই গেমিং চেয়ার হোক কিংবা সাধারণ অফিস চেয়ার হোক । কেনার আগে আপনার উচ্চতা এবং ওজনের সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হয় কিনা সেটা অবশ্যই যাচাই করে নিবেন ।
তৃতীয়ত: ব্র্যান্ড
গেমিং চেয়ারগুলোর ক্ষেত্রে বাজারে অনেক প্রচলিত নামকরা ব্র্যান্ড রয়েছে । সকল ব্র্যান্ডের চেয়ার গুলি যথেষ্ট ভালো । এক্ষেত্রে আপনি সিক্রেট ল্যাব , Asus, msi , gigabyte ব্র্যান্ডগুলো দেখতে পারেন । প্রত্যেক ব্র্যান্ডের এই গেমিং চ্যানেল ডিজাইন প্রায় একই রকমের ।
তেমন কোনো ডিফারেন্ট নেই । তবে যে ব্র্যান্ডের চেয়ারটা আপনাকে সবচেয়ে বেশি ওয়ারেন্টি দিবে আপনি সেই ব্রান্ডটাকে প্রায়োরিটি দিতে পারেন । বাকি সকল ক্ষেত্রে আমি বলব যে, চেয়ারের ডিজাইন এবং আপনার শরীরের সাথে ফিটিং ঠিকমত যে চেয়ারটি হোক আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন । অফলাইন মার্কেট গুলোতে আপনার পছন্দের ব্র্যান্ডের চেয়ারটি না পেলে আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারেন ।
চতুর্থত: আপনি কি ধরনের এডজাস্টমেন্ট পছন্দ করেন
গেমিং চেয়ারগুলি অন্যতম বৈশিষ্ট্য যেগুলি অন্যান্য সাধারণ চেয়ার গুলো থেকে এটি আলাদা করে সেগুলো হচ্ছে এটি ডান দিক বাম দিক প্রায় ৩৬০ ডিগ্রি কোণে ঘোরানো যায় । কোন কোন চেয়ার ১৯০ ডিগ্রি পর্যন্ত হেলান দেওয়া যায় । তাই চেয়ারগুলোতে বসে আপনি কি পরিমাণ নড়াচাড়া করতে পছন্দ করেন সেটির উপরে নির্ভর করে আপনার চেয়ারটি পছন্দ করুন ।
কারণ সকল চেয়ার ই সব ভাবে নড়াচড়া করার মত করে তৈরি করা হয় না । অনেক চেয়ারের এই হাইট এডজাস্ট করার সুযোগ থাকে ইচ্ছামতন । হাইটের সাথে এডজাস্ট , ঘাড়ের অংশের এডজাস্টমেন্ট , বসার সিট , বসার সিট থেকে পা রাখার স্থান ইত্যাদি বিষয় বিবেচনা করে আপনার শরীরের সাথে একদম ফিট হয় এরকম একটি চেয়ার পছন্দ করুন। তাছাড়া চেয়ারের একটু সবচেয়ে বড় অ্যাডজাস্টমেন্ট এর জায়গা হল কোমরের পেছনের অংশ ।
এক্ষেত্রে যেগুলোতে সেই স্থান একটি বালিশ দেওয়া থাকে অথবা একটি সাপোর্ট ম্যাটারিয়াল থাকে । চেয়ারের সাথে কোমর যদি ঠিকভাবে না এডজাস্ট হয় , তাহলে অল্প কিছুদিন ব্যবহারের ফলে কোমর ব্যথা শুরু হতে থাকে। সাধারণ শেয়ারগুলোতেই সমস্যার সবচাইতে বেশি হয়ে থাকে ।আমি বাজারে এমন কোন চেয়ার পাইনি যেটি তে শতভাগ ভাবে এই সমস্যার সমাধান রয়েছে। কেনার পর অনেকেই আলাদাভাবে বালিশ বা সাপোর্ট লাগিয়ে নেয়।
আপনি যদি হাজার ডলারের চেয়ার ও কিনেন তারপরেও আপনাকে এই সমস্যায় পড়তে হবে । কারণ সবার শারীরিক গঠন একরকম নয় । একজন মানুষের বডির সাথে সম্পূর্ণভাবে ফিট হয় না । যেমন আমি কিছু চেয়ারের উদাহরণ দিতে পারি DXRacer সিরিজের চেয়ার গুলোতে ব্যাক সাপোর্ট বালিশ থাকে তবে সেগুলো কিছুটা শক্ত এবং ভারী ।
আবার সিক্রেট ল্যাব ওমেগা চেয়ারগুলিতে ব্যাগ সাপোর্ট বালিশগুলো চেয়ারের সাথে সংযুক্ত না থাকার ফলে এদিক সেদিক নড়াচড়া বেশি করে ।এক্ষেত্রে অবশ্য সিক্রেট ল্যাব এর টাইটান চেয়ারগুলি সব দিক থেকে ভালো । এতে বালিশ ছাড়া যে ব্যাগ সাপোর্ট সিস্টেম থাকে সেটা আমার কাছে অন্যান্য চেয়ারগুলি থেকে অনেক উন্নত এবং আরামদায়ক মনে হয়েছে বেশি ।
আসলে একটা সত্যি কথা বলতে মনের মত শারীরিক ফিট চেয়ার পাওয়া সত্যিই কঠিন । তারপরেও যতদূর সম্ভব বুঝেশুনে একটি চেয়ার ক্রয় করা উচিত।
একটি গেমিং চেয়ার কেনার ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো কেনার আগে চেয়ার টিতে অবশ্যই কিছু সময় বসে চারিদিকে নাড়াচাড়া করে বা হেলান দিয়ে আপনার শরীরের সাথে ফিটিং টা পরীক্ষা করে নেওয়া উচিত । এক্ষেত্রে অবশ্যই একটু সময় নিবেন । অনেকেই শুধুমাত্র রিভিউ করে অনলাইনে শেয়ার অর্ডার করতে চান । তাদেরকে বলব কেনার আগে হাইট ওয়েটের স্পেসিফিকেশন ভালো করে পড়ে নেয়ার ।
যারা আবার ঘরের বাচ্চাদের জন্য গেমিং চেয়ার কিনতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হলো বাজারে বাচ্চাদের জন্য উপযোগী করে তৈরি করা গেমিং চেয়ারগুলোই কিনবেন । একটু ছোট সাইজের বিশেষ করে কালারফুল সেটা হতে পারে লাল গোলাপি অথবা নীল রঙের। বাচ্চা র কালারফুল জিনিস বেশি পছন্দ করে । বাজারে তাদের উপযোগী করে তৈরি অনেক চেয়ার পাওয়া যায় ।
শেষ কথা ।দিনশেষে আপনার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে আপনার শারীরিক সুবিধা । তাই যার যার বাজেট অনুযায়ী প্রথম লক্ষণীয় দিক শরীরের অ্যাডজাস্টমেন্ট । চেয়ারে বসার পর আপনার শরীর যত বেশি আরাম পাবে আপনি তত দীর্ঘ সময় ধরে কোনরকম ট্রেস ছাড়াই কাজ করতে পারবেন। কথায় আছে শরীর ফিট তো সব ফিট ।