Cougar Armor Gaming Chair Review

Cougar Armor Gaming Chair Review
Cougar Armor Gaming Chair Review

Cougar Armor Gaming Chair Review - একটি গেমিং চেয়ার থেকে একজন গেমার ঠিক যতটা আরাম আয়েস বা কমফোর্ট চায় তার সবই রয়েছে Cougar Armor গেমিং চেয়ারটিতে । চেয়ারটি পুরোপুরিভাবে এডজাস্টেবল এবং অনেক ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি একই সাথে দেখতেও অনেক অসাধারণ।

ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে এই চেয়ারটি খুবই জনপ্রিয় এবং সবচাইতে বেশি বিক্রি হয় । বাংলাদেশেও চেয়ার টি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় । যদিও এটি Asus কিংবা MSI ব্র্যান্ড গুলির মত এতটা বড় কোন কোম্পানির নয় তারপরেও তারা যথেষ্ট ভালো চেয়ার তৈরি করে । বাজেটের দিক থেকে বলতে গেলে এটি মধ্যম বাজেটের একটি চেয়ার ।

Cougar Armor Gaming Chair Review

নামের সাথে এর বৈশিষ্ট্যের একটা মিল রয়েছে , কারণ চেয়ারটি খুবই শক্ত এবং দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী । সাথে তো এর লম্বা একটা সময়ের গ্যারান্টি রয়েছে । আপনি নিশ্চিন্তে নিরাপদে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ।

Cougar Armor চেয়ারটির বডি স্টিল দিয়ে তৈরি । তাই এটি যে দীর্ঘ সময় টেকসই হবে সেটি তো গ্যারান্টি দিয়ে বলা যায় সাথে এটি যে আপনার শরীরকে অনেক শক্তভাবে সাপোর্ট দিবে সেটিও বলার অপেক্ষা রাখে না । আবার অন্যান্য গেমিং চেয়ার গুলির যেখানে তাদের লোগো চেয়ার এর সাথে প্রিন্ট করে দেয় সেখানে এই চেয়ারটি তাদের লোগো এমব্রয়ডারি করে দেয় যার কারণে চেয়ারটির সৌন্দর্য আরো বৃদ্ধি পায় এবং দেখতে অসাধারণ লাগে। সাথে চেয়ার টি তো আপনি ইচ্ছামতন এডজাস্ট করার সুবিধা পাবেন ই ।

আরো কি কি সুবিধা আছে বা চেয়ার টি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই

বিবরণঃ

The Cougar Armor চেয়ারটির যখন আপনি কিনবেন তখন এর বক্সের ওজন হবে প্রায় 21 কেজি । বক্সের ভিতর যন্ত্রাংশগুলো অনেক সুন্দর ভাবে গোছানো থাকে ।আমার কাছে একটি বিষয় সত্যিই অবাক লেগেছে যে এর বক্সের ভেতরের অনেক যন্ত্রাংশ অলরেডি লাগানো থাকে ।

বাকি যন্ত্রাংশ গুলো জোড়া লাগানো খুব সহজ । যদি যন্ত্রাংশগুলো জোড়া লাগানোর ব্যাপারে আপনার কনফিডেন্স না থাকে তাহলে চেয়ারের বক্সের সাথে দেওয়া ম্যানুয়াল টি পড়ে নিতে পারেন । বাংলাদেশি টাকায় এটির দাম প্রায় 24000 পড়বে তবে বাজার ভেদে বা সময় ভেদে দাম কিছুটা ভিন্ন হতে পারে । কারণ আপনারা হয়তো জানেন যে ডলারের দাম কেমন উঠানামা করে ।

যেহেতু এগুলো সব বাইরে থেকে আনা হয় তাই এর দাম যখন তখন কম বেশি হতে পারে । চেয়ারটি ১২০ কেজি ওজন ধারণ করতে সক্ষম যেটি মধ্যম গঠনের যে কেউ অনায়াসে আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন ।

তবে এই ক্ষেত্রে একটি ব্যাপার হল চারটি শুধুমাত্র দুইটি কালারের পাওয়া যায় তার একটি হচ্ছে কালো এবং একটি হচ্ছে অরেঞ্জ । পিংক রঙের একটি ভেরিয়েন্ট থাকলে অবশ্যই ভালো হতো । কারণ বর্তমানে গেমিং চেয়ারের এই রং টি খুব জনপ্রিয় হয়ে উঠেছে । এর কালো রঙের সাথে অরেঞ্জ কালারের মিশ্রণটি আমার কাছে ভালোই লেগেছে । আমি বাংলাদেশের অনেক ইউটিউবার কেই দেখেছি এই রংয়ের এবং এই মডেলের চেয়ার টি ব্যবহার করতে ।

আমরা জানি একটি চেয়ারের হার্ট হচ্ছে এর গ্যাস সিলিন্ডার । চেয়ারটির দাঁড়িয়ে থাকা নির্ভর করে এই গ্যাস সিলিন্ডারের উপর । Cougar Armor চেয়ারটিতে ক্লাস ফোর গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছে । যেটি সত্যিই খুব পজেটিভ দিক চেয়ারটির । সত্যি বলতে এ গ্যাস সিলিন্ডারের উপর একজন ব্যবহারকারীর বসার নিরাপত্তা এবং বিশ্বস্ততা নির্ভর করে ।কোন গেমিং চেয়ারের বাকি পার্টসগুলো যত উন্নত মানেরই থাকুক না কেন এর গ্যাস সিলিন্ডার যদি নিম্নমানের থাকে তাহলে পুরো চেয়ারের সামঞ্জস্যতা নষ্ট হয়ে যায় । 

আরাম এবং টেকসইঃ

জার্মান কোম্পানির তৈরি এই চেয়ারটি সম্পর্কে আমি আগেই বলেছি যেহেতু চেয়ারটির বডি স্টিল দিয়ে তৈরি সেহেতু এটিকে লম্বা সময় টেকসই হবে সেটি গ্যারান্টি সহকারে বলা যায় । চারটির সাথে যে বিবিসি লেদার ব্যবহার করা হয়েছে সেটিও খুবই নরম প্রকৃতির এবং শ্বাসযোগ্য । আপনারা হয়তো জানেন নিম্নমানের লেদার গুলি ব্যবহার করলে দীর্ঘসময় গায়ে লেগে থাকার কারণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এবং একটা দম বন্ধ করার মতন পরিবেশের সৃষ্টি হয়। চেয়ারটির বাহুগুলো খুবই আরামদায়ক এবং মধ্যম মানের যে কারো শরীর এতে সুন্দরভাবে ফিট হয়ে যাবে । সাথে কাপড় তো রয়েছেই যেটি আপনাকে ঘাড়ের ব্যাথা হতে মুক্তি পেতে সাহায্য করবে । তবে আপনি যদি সেটা না চান তাহলে আপনি সেটা খুলে রাখতে পারেন ।

চেয়ারটির সামঞ্জস্যতাঃ

চলুন এখন জেনে নেওয়া যাক চেয়ারটির কোন কোন অংশগুলো আপনি ইচ্ছে মতন অ্যাডজাস্ট করতে পারবেন । প্রথমত আমাদের যেটা দরকার হয় একটি চেয়ারের উঁচু এবং নিচু করার ব্যাপারটি । এই চেয়ারটি ইচ্ছে করলেই আপনি 180° পর্যন্ত হেলান দিতে পারবেন যেখানে অন্যান্য সাধারণ চেয়ার গুলি সর্বোচ্চ ১৫০ ডিগ্রি পর্যন্ত হেলান । আর উচ্চতা অনুযায়ী উঁচু নিচু করার সুযোগ তো আছে ।

 চেয়ারটির দুই পাশে হাত রাখার অংশটুকু ইচ্ছে মতন এডজাস্ট করা যায় । নিজের শারীরিক গঠন অনুযায়ী এটিকে সামনে পিছনে কিংবা উঁচু-নিচু করে খুব সুন্দর ভাবে মানিয়ে নেওয়া যায় যাতে করে দুই পাশে হাত রাখতে কোন প্রকার অসুবিধা না হয় । যে সকল চেয়ারে দুই পাশের বাহুর রাখার অংশটি ফিক্সড করা থাকে সেগুলোতে খুব অসুবিধা বা বিরক্তি ফিল হয়। এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম । যদিও চারটির এই অংশটি প্লাস্টিক দিয়ে তৈরি তারপরেও অনেক টেকসই।

গেমিং করার সময় আপনার শরীরকে সামান্য সামনের দিকে কিংবা পেছনের দিকে অথবা ডান দিক বাম দিকে খুব আনায়সে নড়াচড়া করতে পারবেন । চেয়ারটিতে পাঁচটি চাকা ব্যবহার করা হয়েছে যেটি যথেষ্ট । তবে এখানে একটা কথা বলে রাখি এই ধরনের চাকা ওয়ালা চেয়ার গুলো কার্পেটের উপরে ব্যবহার করা অসুবিধা এতে করে নড়াচড়া করা যায় না কারণ চাকাগুলো কার্পেটের সাথে লেগে থাকে । এমনিতে সাধারণ সিমেন্টের ফ্লোর কিংবা টাইলসের উপর ঠিকঠাক ভাবে কাজ করে ।

ওয়ারেন্টি: এই বিষয়টি আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে যেখানে অন্যান্য সাধারণ কিংবা নিম্নমানের চেয়ারগুলিতেও কমপক্ষে তিন বছরের ওয়ারেন্টি দেয়া হয় সেখানে প্রায় ২০ হাজারের উপরে বাজেটের এ চেয়ারটিতে দেয়া হয়েছে মাত্র এক বছরে ওয়ারেন্টি । যদিও স্টিলের তৈরি বডি হওয়ায় চেয়ারটির টিকবে অনেকদিন তারপরেও এত কম দিনের ওয়ারেন্টি আমার কাছে নেগেটিভ দিক মনে হয়েছে ।

তো এখন আপনার কি মনে হয় ? একটি গেমিং চেয়ারের পিছনে আসলে এত টাকা ব্যয় করা কতটুকু যুক্তিযুক্ত? যদিও অনেক লোকে এটিকে অপচয় বলে মনে করেন । কিন্তু আমার কাছে আসলে তা মনে হয় না ।কারণ কেউ যদি শারীরিক সুবিধার কথা চিন্তা করেন এবং একটি পারফেক্ট প্রফেশনাল গেমিং সেটআপ চান তাহলে গেমিং চেয়ার গুলোর আসলে বিকল্প নেই ।

আপনি সাধারণ চেয়ার গুলো দিয়ে কাজ করতে পারবেন ঠিক কথা কিন্তু সেই চেয়ারগুলোতে দীর্ঘ সময় গেমিং করলে বিভিন্ন শারীরিক ব্যাথা যেমন কোমরের ব্যথা কিংবা ঘাড়ের ব্যথা হতে পারে। কিন্তু গেমগুলো ঠিক সেভাবেই তৈরি করা হয় যাতে করে চেয়ার ব্যবহারকারী এসব ব্যথা থেকে সবসময় মুক্ত থাকেন।

তার সাথে গেমিং করা বাদেও যারা ইউটিউব কনটেন্ট ক্রিয়েট করেন বা কম্পিউটারে বসে দীর্ঘ সময় কাজ করেন তাদের জন্য উপযোগী করেই এই চেয়ারগুলো তৈরি করা হয় । কারণ একটি সাধারন চেয়ার আপনাকে অতটা প্রফেশনাল লুক দিবে না যতটা একটা গেমিং চেয়ার দেবে।

তাছাড়া আপনি যদি একটি চেয়ার দীর্ঘ সময় ব্যবহার করতে চান । তাহলে তো তার জন্য অবশ্যই টাকা খরচ করতে হবে । বাজারে অবশ্য ১০ থেকে ২০ হাজারের মধ্যে আরও অনেক গেমিং চেয়ার রয়েছে কিন্তু সেগুলোর তুলনায় এই চেয়ারটি অনেক বেশি টেকসই হবে সেটা সত্যি । 

তাই আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করার জন্য একটি টেকসই গেমিং চেয়ার নিতে চান। তাহলে নিয়ে নিতে পারেন Cougar Armor গেমিং চেয়ার টি । কারণ এই বাজেটে যে সকল সুবিধা চেয়ার টি আপনাকে দিচ্ছে সেটি বাজারের অন্যান্য চেয়ারগুলো থেকে যথেষ্ট গুণগত মানসম্পন্ন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Related Articles