Gaming Chair Advantages and Disadvantages
Gaming Chair Advantages and Disadvantages. গেমিং চেয়ারের উপকারিতা ও অপকারিতা: গেমারদের জন্য ডিজাইন করা গেমিং চেয়ারগুলি রেসিংকারের সিট হতে ইন্সপায়ার হয়ে তৈরি করা । এই চেয়ারগুলি ডিজাইন করা হয়েছে দীর্ঘ সময় বসে গেমিং করার জন্য।
শারীরিক সুবিধা , প্রফেশনাল লুক ইত্যাদির কথা চিন্তা করে এক একটি চেয়ার ডিজাইন বা তৈরি করা হয় । তারপরেও এর উপকারিতার পাশাপাশি দুই একটি অপকারিতা থাকে । আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব । আমার পুরো লেখাটির দুটি অংশ থাকবে ।
Gaming Chair Advantages and Disadvantages
প্রথম অংশে আমি এর সকল উপকারিতা ও অসুবিধা নিয়ে আলোচনা করব । দ্বিতীয় অংশে এর যত অপকারিতা এবং অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব । যদিও এর উপকারিতার তুলনায় অসুবিধা খুবই সামান্য পরিমাণে । তারপরেও আমি নিজের বাস্তব অভিজ্ঞতা এবং রিসার্চ করে যতটুকু পেয়েছি তার সবটুকুই আপনাদের সামনে শেয়ার করব ।
উপকারিতা:
একজন গেমার যখন নিয়মিত টেবিলে বসে পিসিতে দীর্ঘদিন গেমিং করে তখন সে নানারকম অসুবিধার সম্মুখীন হয় । দেখা যায় তার ঘাড়ে ব্যথা , কোমরে ব্যথা , হাত পা সহ শরীরের বিভিন্ন অংশে অসুবিধা তৈরি হতে থাকে । আর এ সকল অসুবিধা থেকে মুক্তি দেয় একটি গেমিং চেয়ার । এ সকল দিক ছাড়াও আরো কি কি সুবিধা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো।
আরামদায়ক:
বাজারে যত রকমের চেয়ার প্রচলিত রয়েছে । তার মধ্য সবচেয়ে বেশি আরামদায়ক হচ্ছে গেমের চেয়ার । শরীরের প্রত্যেকটা অংশকে আলাদাভাবে সাপোর্ট দেওয়ার জন্য এর বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল রয়েছে ।
যেমন ঘাড়ের সাপোর্ট, কোমরের বালিশ ,বসার সিট ইত্যাদি। গেমিং এর জন্য তৈরি মানসম্মত চেয়ারগুলিতে পিঠের নিচের অংশের ব্যথা প্রতিরোধের জন্য ভালো সাপোর্ট সিস্টেম রয়েছে ।সে অংশ অনেকটা বাঁকানো থাকে যাতে করে কোমরের অংশটি সঠিকভাবে বসে।
এডজাস্টমেন্ট:
সাধারণ মানের চেয়ারগুলিতে বসার পর সবচেয়ে অসুবিধায় থাকে কোমর , পা এবং ঘাড় । যার কারণে দীর্ঘ সময় বসে একটানা কাজ করা সম্ভব হয় না । কিন্তু গেমিং চেয়ার গুলো তৈরি করা হয় এ সকল অঙ্গ-প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে অ্যাডজাস্ট হয় সে কথা চিন্তা করে।
যার কারণে শরীরের সব অংশ সঠিকভাবে সাপোর্ট পায় । এবং দীর্ঘ সময় একটানা কাজ করেও ক্লান্তি অনুভব হয় না । এক্ষেত্রে কেনার আগে অবশ্যই নিজের উচ্চতা ওজন অনুযায়ী সঠিক চেয়ারটি বাছাই করতে হবে । নিজের গঠনের তুলনায় ছোট চেয়ার অথবা নিজের উচ্চতার তুলনায় অধিক উঁচু চেয়ার কিনলে শারীরিক সুবিধার চেয়ে অসুবিধা বেশি সৃষ্টি হবে।
টেকসই:
যেহেতু একটি গেমিং চেয়ারে বসে গেমার নাড়াচাড়া বেশি করেন তাই এই চেয়ারগুলো তৈরি করা হয় অনেক উন্নত মানের ধাতব পদার্থ দিয়ে । এতে উন্নত মানের পিভিসি লেদার বা চামড়া ব্যবহার করা হয় । তার কারণে একটি চেয়ারের টেকসই অনেক বেশি হয়।
চেয়ারগুলোর সাথে সাধারণত ও সর্বনিম্ন পাঁচ বছরের ওয়ারেন্টি দেয়া হয়। তবে তার চেয়েও বেশি দিন টিকে এই চেয়ার গুলো । যেটি অন্যান্য সাধারণ চেয়ারের তুলনায় অনেক গুণ বেশি । যারা আবার ওজনের ভারী তাদের জন্য সাধারণ চেয়ারের তুলনায় এ ধরনের গেমিং চেয়ার বেশি উপযুক্ত ।
স্টাইলিশ:
বর্তমান বাজারে অনেক চেয়ার গুলোতে এলইডি লাইট সিস্টেম থাকে । যেটি রাতের বেলা আপনার গেমস সেটআপকে অনেক বেশি স্টাইলিশ করে তোলে । রাতের বেলা লাইট বন্ধ করে গেমিং করার ক্ষেত্রে এটি অনেক সুবিধা এনে দেয়।
এতে সুস্পষ্ট ভাবে আপনার সামনের অবজেক্ট গুলি অনেক সুন্দর ভাবে দেখতে পারবেন । কিছু কিছু মডেল গুলোতে হেডফোন চেক লাগানোর সিস্টেম এবং স্পিকার লাগানো থাকে। তার মানে পারফেক্ট গেমিং এর জন্য স্টাইলিশ চেয়ার।
গেমিং অনুভূতি:
ঘরে বসে অনলাইনে গেমিং করতে হলেও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অনেক ব্যবহার রয়েছে । মাউস কিবোর্ড ইত্যাদি নড়াচড়া করার সময় শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করতে হয় । যারা গেমিং এর মধ্য ডুবে যান তারা তো রীতিমতো মাথা অন্যান্য অংশগুলো নাড়াচাড়া শুরু করে দেন।
সাধারণ চেয়ার গুলিতে বসে এরকম ভাবে নাড়াচাড়া করা সম্ভব হয় না । কিন্তু গেমিং চেয়ারগুলিতে বসে ইচ্ছেমতো নাড়াচাড়া করতে পারার ফলে এক অন্যরকম গেমিং অভিজ্ঞতা হয় ।
মনোযোগ:
যদি বসার জন্য আপনি একটি আরামদায়ক সিট পান । যেটিতে বসার পরে আপনি শারীরিকভাবে অনেক বেশি কমফোর্ট ফিল করেন । তবে সে ক্ষেত্রে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনি গেমিং বা কাজের প্রতি দিতে পারবেন । যেটি গেমিং চেয়ারের সবচেয়ে বড় একটি সুবিধা । এটি আপনাকে সম্পূর্ণ মনোযোগের সহিত আপনাকে কাজ করতে সহায়তা প্রদান করে ।
বহুমুখী কাজের সুবিধা:
একটি ডেস্ক এ বসে যারা একই সাথে অনেক রকমের কাজ করেন । তাদের অবস্থা অনেকটা গেমারদের মতই । এদেরকে হাত-পা বেশি নাড়াচাড়া করতে হয় এবং চেয়ারের এক দিক থেকে অন্যদিকে অধিক বেশি পরিমাণে মুভ করতে হয়।
এই সকল কাজ সাধারণ চেয়ারে বসে কখনোই করা সম্ভব নয় । যদিও সম্ভব হয় তাহলে প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে উঠতে আর বসতে । এই সকল অসুবিধা থেকে মুক্তি দিতে পারে একটি গেমিং চার্জ যেটাতে বসে আপনি মাল্টি টাস্কিং এর মতন কাজগুলো আরামদায়কভাবে করতে পারেন।
এক্ষেত্রে যারা সাধারণ চাকা ওয়ালা চেয়ারের কথা ভাবছেন তাদেরকে বলব যে চেয়ারের টেকসই একটা ব্যাপার। সাধারণ চাকাওয়ালা চেয়ার দিয়ে এরকম কাজ করলে সেটি কখনোই দীর্ঘদিন ব্যবহার করা যাবে না । অল্প কিছুদিন এই সেটার বারোটা বেজে যায় ।
ব্যাথা থেকে মুক্তি:
আপনি যখন দীর্ঘ সময় বসে গেমিং করেন তখন আপনি অবশ্যই শরীরের বিভিন্ন অংশে ব্যাথা অনুভব করতে থাকবেন । দীর্ঘ সময় বসে থাকার ফলে এ ব্যথাগুলো প্রতিরোধ করতে একটি গেমিং চেয়ারের বিকল্প নেই।
এই অংশ নিয়ে অংশ নিয়ে বেশি কিছু বলার নেই । কারণ আপনারা সবাই জানেন একটি গেমিং চার তৈরি করা হয় শরীর বিভিন্ন অংশের ব্যথা থেকে মুক্তির জন্য ।
গেমিং চেয়ারের বেশ কিছু সুবিধা নিয়ে তো আলোচনা করলাম । চলুন এবার আমরা দেখি এর কি কি অসুবিধা রয়েছে । যদিও তেমন কোনো অপকারিতা নেই । থাকলেও সেগুলো আসলে হিসাবের মধ্যে পড়ে না । তারপরেও আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি ।
প্রথমত
সাধারণ মানের একটি চেয়ারের তুলনায় একটি গেমিং চেয়ার অনেক বেশি দামী হয়ে থাকে । যেটি আমাদের অনেকেরই সীমার বাইরে ।মোটামুটি ভালো মানের একটি গেমিং শেয়ার করতে গেলে পকেট থেকে বেশ কিছু টাকা খসাতে হয় ।
দ্বিতীয়ত
একটি গেমিং চেয়ার তৈরিতে যে মেটেরিয়াল গুলো ব্যবহার করা হয় বা এর আকৃতি যে রকমের হয় তাতে করে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশ করতে পারে না । শরীরের বেশিরভাগ অংশই গেমিং চেয়ার দ্বারা ব্লক থাকে ।
শীতের দিনে অনেকটা গায়ে কম্বল মুড়িয়ে রাখার মতন । গরমের সময় ঘরে এসি না থাকলে অনেকটা অসুবিধায় পড়তে হয় । গায়ের সাথে লেগে থাকার কারণে বিভিন্ন অংশ প্রচন্ড পরিমাণে ঘামে ।
তৃতীয়ত
আমাদের দেশের মার্কেটে খুঁজতে গেলে বেশিরভাগ সময়েই দেখা যাবে যে পছন্দের চেয়ারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে হয় যেটি অনেকেরই পছন্দ নয় ।
চতুর্থত
এটি ওজনে অত্যন্ত ভারী হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা একটু ঝামেলা । আর নিয়মিত পরিষ্কার করতে হয় বলে আপনার কিছুটা সময় নষ্ট হবে। তাছাড়া এটি রাখার জন্য অনেক বেশি জায়গার দরকার হয় । তাই যাদের সেটআপ ছোট তাদের জন্য বিরক্তিকর কারণ হতে পারে ।
সব মিলিয়ে এই ছিল গেমিং চেয়ারের উপকারিতা ও অপকারিতা । গেমিং চেয়ারের উপকারিতার অভাব নেই । আরামের পাশাপাশি এটি আপনাকে বিভিন্ন শারীরিক অসুবিধা থেকে মুক্তি দিতে পারেন। আশা করি এবার আপনার কিনতে অনেকটা সুবিধা হবে ।
উপসংহারঃ
তবে যারা গেমিং করেন তাদের জন্য তো অবশ্যই বলব একটি গেমিং চেয়ার কেনার জন্য । আর যারা কম্পিউটারে বা টেবিলে বসে সাধারণ কাজ করেন , তাদের বলব যদি বাজেট সমস্যা না থাকে তাহলে চোখ বন্ধ নিয়ে নিতে পারেন। আবার অনেকেই মনে করেন যে একটি অত্যন্ত দামি গেমিং চেয়ার তাকে অন্যদের তুলনায় অনেক ভালো গেমিং করতে সহায়তা করবে । সেটিও ভুল ধারণা।
এটি সম্পূর্ণই নিজের উপরে নির্ভর করে। তাই অত্যন্ত দামি একটি গেমিং চেয়ারে ইনভেস্ট করার আগে ভেবে নেওয়া উচিত। এটি আপনাকে ভালো গেমিং করতে সহায়তা করবে যেমন ঠিক কথা ঠিক তেমনি ভাবে একটি দামি চেয়ার যে আপনাকে একটা ভালো গেমার বানিয়ে তুলবে সেটা ভাবাও ভুল কথা।