Ikea Markus Gaming Chair Review of 2022

Ikea Markus Gaming Chair Review of 2022
Ikea Markus Gaming Chair Review of 2022

Ikea Markus Gaming Chair Review of 2022. জনপ্রিয় ইকা মার্কোস চেয়ার এর বিস্তারিত : অফিসে কাজ করার ভয়ংকর দিকগুলির মধ্যে একটি হলো দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করা । যদি না চেয়ারটি আরামদায়ক না হয় । তাহলে একটা নির্দিষ্ট সময় পরে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে শুরু করে ।

যার কারণে পরবর্তী সময়গুলোতে কাজে অমনোযোগ এবং বিরক্তি তৈরি করে । তাই কাজের জন্য সব সময় একটি পারফেক্ট চেয়ার খুঁজি । কারণ এই চেয়ারের উপরে কাজের গতি অনেকটা নির্ভর করে । কাজের সময় শরীর যত সুবিধা থাকবে কাজে মনোযোগ তত বেশি থাকবে ।

Ikea Markus Gaming Chair Review of 2022

বাজারে প্রচলিত অনেক চেয়ার রয়েছে অফিসে ব্যবহার করার জন্য কিন্তু সেগুলোর সবগুলোই কি যথেষ্ট আরামদায়ক ? আর যদি আরামদায়ক না হয় তাহলে তো বুঝতেই পারছেন এর কারণে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে । 

আমি অনেক রিসার্চ করে এরকম একটি চেয়ার খুঁজে পেয়েছি যেটি অফিসের পরিবেশের সাথে খুব সুন্দর ভাবে মানানসই হবে এবং একই সাথে শারীরিক ভাবে খুব ই আরামদায়ক হবে ।  সেটি হলো Ikea Markus Chair .

আজকে আমি ইকা মার্কোস চেয়ারটির খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এটি কেন নেয়া উচিত হবে এবং এর সকল প্রকার সুবিধা ও অসুবিধা ।

ডিজাইন: 

অফিস হোক কিংবা বাসার জন্য হোক সবার আগে আমরা সেটার সৌন্দর্যের কথা চিন্তা করি । চেয়ার যতই আরামদায়ক হোক না কেন সেটা যদি দেখতে সুন্দর না হয় কিংবা মানানসই না হয় তাহলে সেটা আমাদের ভালো লাগেনা। ইকা মার্কোস চেয়ারটি যদিও প্রথম দেখায় খুব একটা সুন্দর না লাগলেও এর বিল্ট কোয়ালিটি খুব ই মার্জিত । যেটি অফিসের পরিবেশকে আরো সুন্দর করতে সহায়তা করে ।

কালো রঙের চামড়ার উপরে জালের আবরণটি দেখতে যে রকম সুন্দর ঠিক তেমনি আরামদায়ক। কিন্তু এর হাই ব্যাক সব ধরনের শরীরের জন্য ফিট হবে না বিশেষ করে কম উচ্চতার মানুষদের জন্য। যাদের মধ্যম কিংবা তারচেয়ে বেশি তাদের জন্য চেয়ারটি ফিট হবে ভালো । যদিও এটির চারটি ভিন্ন ভিন্ন কালার রয়েছে তবে আমার কাছে কালো রঙের বেশি ভালো লেগেছে । কারণ এই রংটি বাসা কিংবা অফিসের সব রকমের পরিবেশের সাথে খুব সুন্দর ভাবে মানানসই হয় ।

কর্মদক্ষতা: 

আমি এই চেয়ারের ব্যবহারকারীদের অনেক রিভিউ করেছি । তাদের চেয়ারের ব্যাপারে একটি অভিযোগ হচ্ছে চেয়ারটির এডজাস্ট করার অপশন গুলো কম । যার কারণে যাদের শরীরের সাথে এটি ফিট না হয় তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা সৃষ্টি করেছে । তবে আপনার যদি কপাল ভালো থাকে এবং আপনার উচ্চতা এবং ওজনের সাথে ভালোভাবে খাপ খেয়ে যায় যেমন এটির উচ্চতা , কোমরের সাপোর্ট , ঘাড়ের অংশ ইত্যাদি ।তবে এটি আপনার প্রতিদিনের কাজের গতিকে আরো বৃদ্ধি করে দিবেন।

চেয়ার টি কে পেছনের দিকে প্রায় 40° পর্যন্ত হেলান দেওয়া যায় । যদিও এটি অনেক কম কিন্তু অন্যান্য সাধারণ চেয়ারের তুলনায় যথেষ্ট ভালো । চেয়ারটিতে তিনটি লকিংস সিস্টেম রয়েছে । যেটির সাহায্যে আপনি চেয়ারটিকে একটি ফিক্সড পজিশনে রাখতে পারবেন এবং এই লকিং সিস্টেমটি খুবই শক্ত ।

সমন্বয়যোগ্যতা: 

চেয়ারটি এই জায়গাটিতে দুর্বল । এটি আসলে যথেষ্ট ফ্লেক্সিবল নয় চেয়ারটিতে শুধুমাত্র এর উচ্চতা কমানোর বাড়ানো যায় তাছাড়া আর কোন অংশ সমন্বয় করা যায় না । ঘাড়ের লুম্বার সাপোর্ট কিংবা হাই ব্যাক কোনটি আর এডজাস্ট করার সুযোগ নেই । তাছাড়া হাত রাখার অংশ বা আর্ম রে সেট ফিক্সট পজিশন করা এটিকে খুলতে বা এডজাস্ট করতে পারবেন না।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর হাত রাখার আর্মসেট দুটি যথেষ্ট বড় । তাই চেয়ার টি কে ডেস্কের খুব কাছে নিয়ে কাজ করতে পারবেন না। এর জন্য ডেস্ক অথবা চেয়ারকে যথেষ্ট দূরত্বে রাখতে হবে। কারণ চাইলেই আর্ম সেট গুলোকে খুলে রাখার সুযোগ নেই ।

কাস্টার:

ইকো মার্কোস চেয়ারটির কাজটার রাবারের তৈরি এবং যথেষ্ট চাপ সহ্য করার ক্ষমতা রাখে । এখানে কাস্টার বলতে চেয়ারের চাকার অংশগুলো বোঝানো হয়েছে । আপনি যখন চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়াবেন তখন টাকা গুলি চাপ ছেড়ে দেয় এবং যখন চেয়ারটিতে বসবেন তখন চাকাগুলি খুব সুন্দর ভাবে চাপ গ্রহণ করে যাতে খুব বেশি ঝাকি না লাগে ।তবে এ ব্যাপারে অনেকের অভিযোগ রয়েছে এর চাকাগুলো খুবই ভারী এবং নড়াচড়া করতে একটু অসুবিধা জনক ।

সমাবেশ: 

এই ধরনের চেয়ারগুলো কেনার পর আমাদের যে অসুবিধাটা হয় সেটি হল চেয়ারটির যন্ত্রাংশ গুলো নিজে জোড়া লাগাতে হয়। অন্যান্য ইকা চেয়ার গুলোর মত এটি কেউ বাসায় এনে আপনার নিজে জোড়া লাগাতে হবে ।তবে এখানে একটি সুবিধার বিষয় হচ্ছে চেয়ারটির জোড়া লাগানো খুবই সহজ ।

এতে মাত্র ১১ টি স্ক্রু যার মধ্য চারটি আর্ম সেট করার জন্য । খুব বেশি হলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেও আপনি নিজে একটি জোড়া লাগাতে পারবেন । তাই চেয়ারটি এক জায়গা থেকে অন্য জায়গায় খুলে স্থানান্তর করা খুবই সহজ ।

বসার সিট : 

ইকা মার্কোস চেয়ারটির বসার সিট একদম অরিজিনাল চামড়ার তৈরি , এটার মাথার কুশন টি ও । আবার অনেকেই মনে মনে করতে পারেন যেহেতু সিটটি চামড়ার তৈরি তারমানে এটি যত ব্যবহার করা হবে তত নরম এবং মোলায়েম হবে । কিন্তু আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল । এটি সময়ের সাথে সফট হয় না । তবে এই চামড়ার সিট টি কখনো কুঁচকে যাবে না বা সহজে দাগ পড়বে না ।

যদিও অনেক ব্যবহারকারীর এই বিষয়ে অভিযোগ রয়েছে যে , চামড়ার সিট তাদের কাছে অস্বস্তিকর মনে হয় ।আমি আসলে এই বিষয়ে বলতে পারব না কারণ এটি যার যার ব্যক্তিগত ব্যাপার । অনেকের কাছে অরিজিনাল চামড়া ভালো লাগে আবার অনেকের কাছে আর্টিফিশিয়াল পিইউ কিংবা পিবিসি লেদার পছন্দ হয় । এক্ষেত্রে আপনি মার্কেট ঘুরে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারেন ।

পরিষ্কার করা: 

সাধারণ মানের ডিজাইনের জন্য চারটি পুরস্কার করা খুবই সহজ । জেনুইন চামড়া ব্যবহার করার কারণে এতে সহজে স্পট পড়ে না । যার কারণে পরিষ্কার করার ঝামেলা অনেকাংশে কমে যায়। তাছাড়া জালের অংশগুলো পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম এর দরকার পড়ে । অন্যান্য যেকোনো চেয়ারের তুলনায় এটি পরিষ্কার করা অনেক বেশি সহজ ।

তাছাড়া 'ইকা মার্কোস এর ওয়েবসাইটে এটি পরিষ্কার সম্পর্কে যাবতীয় দিকনির্দেশনা দেওয়া আছে । সেখান থেকে দেখে আপনি পরিষ্কার করতে পারেন ।

সবশেষে এর আরও কিছু ভালো দিক হচ্ছে: 

  • দামের দিক থেকে খুবই সহজলভ্য। ১০ থেকে ১২ হাজার বাজেটের মধ্য পেয়ে যাবেন এই চেয়ার টি।
  • চেয়ারটি খুবই মজবুত
  • লুম্বার সাপোর্ট যেটি অন্যান্য সাধারন চেয়ারে থাকে না । মানে বসার সিটের সাপোর্ট সিস্টেম।
  • স্থিতিশীলতা প্রদানের জন্য চাকা গুলিতে ব্রেক সিস্টেম রয়েছে । অর্থাৎ কাজ করার সময় চেয়ার টি অনাকাঙ্খিতভাবে সরে যাওয়ার সুযোগ নেই।
  • চেয়ারটির সাথে রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি।
  • চেয়ারটির ব্যাক সাপোর্ট সিস্টেম খুবই আরামদায়ক । যার কারণে অফিসে বসে দীর্ঘ সময় কাজ করার পরেও শারীরিকভাবে খুব একটা অসুবিধা হবে না।

চামড়ার চেয়ারের উপরে জালের আবরণটি শরীর এবং চেয়ারের মাঝে বাতাস চলাচলের সহায়তা করে । যেটি অন্যান্য সাধারণ ছেলে থাকে না এবং যেটি না থাকলে শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় । চেয়ারটিতে সেরকম কোন অসুবিধা নেই।

চেয়ারটির যত নেগেটিভ দিক : 

  • চেয়ারটি লম্বা মানুষদের জন্য বেশি কমফোর্ট ।
  • যন্ত্রাংশ গুলো খুব বেশি অ্যাডজাস্ট করার সুযোগ নেই ।
  • এর গায়ে রোদের আলো পরলে সৌন্দর্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ।

পরিশেষে আমি এটা বলতে পারি যে IKEA চেয়ারগুলি এদের দামের তুলনায় যথেষ্ট মানসম্মত।

বাসার জন্য হোক কিংবা অফিসের জন্য অথবা গেমিং করার জন্য চেয়ারটির সকল ক্ষেত্রে সমান ভাবে মানানসই হবে বলে আমি মনে করি ।আমি নিজেও ব্যক্তিগতভাবে এই চেয়ারটি কেনার চিন্তাভাবনা করেছি এর ব্যাক সাপোর্টের জন্য।

তাছাড়া চেয়ারটির ওয়ারেন্টিও অনেক দিনের । যারা গেমিং চেয়ার নিতে চান না, কারণ অফিসের পরিবেশের সাথে সাধারণত গেমিং চেয়ার মানানসই হয় না । তাদের জন্য গেমিং চেয়ারের বিকল্প হতে পারে এটি । যদিও গেমিং চেয়ার এর মত অত অসুবিধা এতে পাবেন না তবে শারীরিক আরামদায়ক এবং সৌন্দর্য দুটোই একসাথে পাবেন।

যদিও আপনি চাইলেই সব দিক থেকে পারফেক্ট কোন চেয়ার পাবেন না । তারপরেও আপনি যদি সহজ একটা বাজেটের মধ্য সুন্দর এবং আরামদায়ক চেয়ার চান তাহলে কিনতে পারেন IKEA Markus gaming chair review.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Related Articles