Office Master OM5 Review: দামের তুলনায় কি যথেষ্ট গুণগতমান সম্পন্ন?
![]() |
Office Master OM5 Review |
Office Master OM5 Review - সাধারণত যারা অফিসে ডেস্ক এ বসে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা দৈনিক 10 থেকে 12 ঘন্টা বসে কাজ করতে হয়। যেটি পুরো দিনের প্রায় অর্ধেক সময় । এভাবে অনেকদিন লম্বা সময় একটানা বসে কাজ করার ফলে শরীরে বিভিন্ন অংশ ব্যথা করতে শুরু করে যেমন ঘাড়ের ব্যথা কিংবা কোমরের ব্যথা।
যাইহোক Office Master OM5 চেয়ারটি আপনার এ সকল সমস্যা সমাধান করতে পারে ।এটি একই সাথে আপনাকে দীর্ঘ সময় কম্পিউটারে বা ডেস্ক এ বসে দীর্ঘ সময় কাজ করতে সহায়তা করে । ঠিক তেমনি ভাবে গেমিং করার ক্ষেত্রেও যথেষ্ট উপযুক্ত।
Office Master OM5 Review: দামের তুলনায় কি যথেষ্ট গুণগতমান সম্পন্ন?
চেয়ারের বাজারে এই কোম্পানিটি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন । কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালে । তারা দীর্ঘদিন ধরে বাজারে মধ্যম মানের পণ্যগুলো ম্যানুফ্যাকচার করে আসছে । বিশ্বস্ততার দিক থেকে নিশ্চিত ।যদিও বাজারে এখন এই সকল পণ্যের অনেক চাইনিজ নকল রয়েছে সেক্ষেত্রে কেনার সময় আপনাকে এ ব্যাপারে সাবধান থাকতে হবে ।
যারা কম্পিউটারে বসে দীর্ঘ সময় টেকনিক্যাল কাজ করেন কিংবা চেয়ার টেবিলে বসে অন্যান্য অফিশিয়াল কাজ করেন । তাদের জন্য এটি বেশি পারফেক্ট । গেমার দের জন্যও উপযুক্ত এ চেয়ারটি যথেষ্ট আরামদায়ক এবং হালকা প্রকৃতির ।
চেয়ারটি দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে চেয়ারটিতে যথেষ্ট আলোয় বাতাস ঢোকার সুযোগ রয়েছে । যেখানে অন্যান্য গেমিং চেয়ারগুলি চারপাশ থেকে বদ্ধ অবস্থায় থাকে সেখানে এর খোলামেলা গঠন আপনার শরীরে যথেষ্ট বাতাস ঢুকতে সহায়তা করবে। ফলে একটানা অনেক সময় ধরে কাজ করার পরেও শরীর খুব বেশি তাপ উৎপন্ন করবে না এবং ঘামবে না ।
চেয়ারটিতে বসার পর আপনার মনে হবে যেন বিমানের কোন ফাস্ট ক্লাস সিটে বসে রয়েছেন । কারণ এর বিভিন্ন অংশগুলো ইচ্ছে মতন সমন্বয় করা যায় শরীরের সাথে ।
Office Master OM5 চেয়ারটির অনেক কোয়ালিটি রয়েছে নিচের অংশে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
বিবরণ:
Office Master OM5 চারটি ভিন্ন ভিন্ন গ্রেড পাওয়া যায় । যদিও এর সবগুলো একই ধরনের ফেব্রিক দিয়ে তৈরি করা । এর মূল ফেব্রিক টি শতভাগ marquasa lana দিয়ে তৈরি । আর বাকি ফেব্রিক টির শতভাগ পলিস্টার ।
কর্মদক্ষতা :
চেয়ারটির কর্মদক্ষতার কথা আসলে বাড়তি করে বলার কিছু নেই । চেয়ারটি পুরোপুরি গেমিং চেয়ার নয় । কিন্তু এটি কিনতে আপনাকে যে টাকা খরচ করতে হবে সেই টাকা দিয়ে মোটামুটি ভালো মানের একটি গেমিং চেয়ার। কিনতে পারবেন। কিন্তু তারপরেও এর দামের পিছনে অবশ্যই কিছু কারণ রয়েছে ।
চেয়ারটি ঠিক সেই ভাবেই ডিজাইন করা হয়েছে যেটিতে বসে আপনি দীর্ঘ সময় আপনার অফিস কিংবা গেমিং করতে পারেন । সাধারণ গেমিং চেয়ারের তুলনায় এটি আপনার শরীরের পরিবেশকে আরো বেশি স্বাস্থ্যকর রাখতে সহায়তা করবে । যদিও ঘাড়ের অংশটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ এখানে মাথা হেলান দেওয়ার মত কুশন নেই । কিন্তু তারপরেও আরামের সাথে দীর্ঘ সময় কাজ করার জন্য এটি আপনার একটা লম্বা দিনের সাথী হতে পারে ।
পলিফ্লেক্স ব্যাক :
Office Master OM5 একটি উল্লেখযোগ্য সুবিধা হল এর পলিফ্লেক্স ব্যাক । চেয়ার টি তে বসার পর যেটি আপনার কোমর থেকে পিঠের অংশটুকু কে সাপোর্ট দিবে । যার ফলে সেই অংশগুলোতে খুব সুন্দর ভাবে রক্ত প্রবাহ চলাচল করতে । আপনার ইচ্ছেমতন পজিশন নেওয়ার ক্ষেত্রেও এই অংশটি খুব সহায়ক ।
সিট মেকানিজম :
আপনি যদি অফিসের সাথে একটি মানানসই আরামদায়ক চেয়ার খুঁজে থাকেন এবং না পান তাহলে এই চেয়ারটি আপনার জন্য মানানসই হবে । বসার পর চেয়ারটি আপনার শরীরের সাথে খুব সুন্দর ভাবে মানিয়ে নিতে পারে ।
তাছাড়া চেয়ার টি তে একদম সঠিক মানের প্যাডিং ব্যবহার করা হয়েছে । আমরা জানি যে প্যাডের পরিমাণ কম হলে সেটি যেমন আরামদায়ক হয় না ঠিক তেমনিভাবে বেশি হলেও বিরক্তির কারণ হয় সেটি ।
তবে এর ঘাড়ের সাপোর্টটি ইচ্ছামতন এডজাস্ট করা যায় না অর্থাৎ চেয়ারটির সাথে যেভাবে ফিক্সড করা থাকে ঠিক সেভাবেই থাকে ।
চেয়ার টি তে কোন নব নেই তাই এটি স্বতঃস্ফূর্তভাবে আপনার শরীর এবং গতির পরিসরের সাথে সামঞ্জস্য করে ।
স্টাইলিশ এবং আরামদায়ক:
Office Master OM5 চেয়ারটি ডিজাইন করেছেন রোমারিও অফ ফিডিজাইন । এটির ভিন্ন ভিন্ন কয়েকটি কালার রয়েছে যার মধ্যে রয়েছে কালো, নীল , ধূসর , ইত্যাদি । এটিতে যে ফেব্রিক ব্যবহার করা হয়েছে সেটি শতভাগ পলিস্টার ।
অফিস কিংবা বাসায় ব্যবহার করার জন্য চেয়ারটি অত্যন্ত স্টাইলিশ । দেখতে খুবই সুন্দর এবং আকৃতিতে ছোট হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া অনেক সহজ ।
সামঞ্জস্য যোগ্যতা :
Office Master OM5 চেয়ারটি একটি লিভার দিয়ে তৈরি করা হয় যেটি শুধুমাত্র চেয়ারে উচ্চতা নিয়ন্ত্রণ করে । এটি সিট এবং অন্যান্য অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় যেটি আপনার শরীরের নড়াচড়ার উপর নির্ভর করে । তবে সাধারণ চেয়ার হিসেবে এটি সামঞ্জস্য যোগ্যতা যথেষ্ট ভালো ।
এই চেয়ার প্রস্তুতকারকদের আমি আরেকটি বিষয়ে ধন্যবাদ দিতে চাই , চেয়ারটির আসন খুবই আরামদায়ক এবং উপভোগ্য ভাবে বসার জন্য সঠিক মাপের । এটি সিটকে একটি ভালো সেইপ দেয় যার ফলে সিট স্লাইডার যোগ করার প্রয়োজন ছাড়াই ঘন্টার পর ঘন্টা বসে কাটানো অনেক সহজ হয় ।
তাছাড়া চেয়ার দিতে লকিং সিস্টেম রয়েছে যেটির দ্বারা আপনার অনাকাঙ্ক্ষিত নড়াচড়া রোধ হবে ।
এর আরো কিছু উল্লেখযোগ্য দিক হলো :
- এটি সর্বোচ্চ ১৩৬ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম । যেটি আর দশটা গেমিং চেয়ারের মতোই ।
- বডি এক্টিভেটেড মোশন সিস্টেম রয়েছে
- অনাকাঙ্ক্ষিত নড়াচড়া রোধ করার জন্য চেয়ারটিতে লকিং সিস্টেম রয়েছে ।
- এর কালো রং টি দেখতে অত্যন্ত সুন্দর ।
- দুইপাশে হাত রাখার স্থানটি হাতের প্রেসার এর উপর নির্ভর করে উঠানামা করে । এই ফাংশনটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে ।
- চারপাশ থেকে খোলামেলা এই চেয়ারটি দীর্ঘ সময় ব্যবহার করার পরেও অতিরিক্ত তাপ উৎপন্ন করবে না ।
চেয়ারটির যে দিকগুলো আমার ভালো লাগেনি:
Office Master OM5 এর রিভিউগুলো আমি পড়ে দেখেছি এর কিছু ব্যবহারকারীর অভিযোগ রয়েছে যে চেয়ারটির অ্যাডজাস্টমেন্ট তাদের কাছে ভালো লাগেনি । এক্ষেত্রে আমি বলবো যেহেতু সবার শারীরিক গঠন এক নয় তাই সবার জন্যই যে এটি এডজাস্ট হবে না সেটি বলা যায় না ।
চেয়ার টির আরেকটি দুর্বল পয়েন্ট হচ্ছে যে, অনেক সময় চেয়ারে বসে কাজ করার সময় শরীর পিছলে যায় । এটি আসলে বসার সিটের লেদারের উপর ডিপেন্ড করে ।
তবে চেয়ারটি ভারী লোকদের জন্য অসুবিধা জনক । হালকা থেকে মধ্যম গঠনের মানুষদের জন্য চেয়ারটি উপযুক্ত ।
আরেকটি অভিযোগ হচ্ছে যে কার্পেটের উপর চেয়ারটি নাড়াচাড়া করা বা এদিক সেদিক মুভ করা সমস্যা । তবে এটি আমার কাছে সমস্যা বলে মনে হয় না । কারণ যেকোনো চাকাওয়ালা চেয়ারই কার্পেটের উপর নাড়াচাড়া করা যথেষ্ট অসুবিধা জনক ।
এবার আসি মূল আলোচনায় । প্রায় ১৫ হাজার বাজেটের এই চেয়ারটি নিলে আপনি সবচাইতে যে বড় সুবিধা পাবেন । সেটি হলো এর লাইফ টাইম ওয়ারেন্টি । যেখানে অন্যান্য সাধারণ গেমিং চেয়ারগুলি সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ ১০ কিংবা ১৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয় সেখানে এই চেয়ারটিতে পাচ্ছেন আপনি লাইফটাইম ওয়ারেন্টি। যেটি সত্যি প্রশংসার দাবিদার ।
তাছাড়া যারা গেমিং চেয়ারের প্রতি অনীহার রয়েছে এর ওজন কিংবা অতিরিক্ত জায়গা দখল করে তার জন্য । তারা গেমিং চেয়ারের পরিবর্তে এই চেয়ার টি কিনতে পারেন । কারণ এই চেয়ারটিতে গেমিং চেয়ারের মতো সকল এডজাস্টমেন্ট সুবিধা না পেলেও যথেষ্ট আরামদায়ক হবে ।
তাই আপনি যদি বাসার পরিবেশের সাথে কিংবা অফিসের পরিবেশের সাথে মানানসই একটি স্টাইলি চেয়ার খোঁজেন যেটি আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটাবে তাহলে সাধারণ শেয়ারের তুলনায় বেশি বাজেটের এই চেয়ারটি আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে ।