Pros and Cons between Computer Gaming and Console Gaming
![]() |
Pros and Cons between Computer Gaming and Console Gaming |
Advantages and Disadvantages between Computer Gaming and Console Gaming - বেশ কিছু বছর ধরে গেমার্সদের মধ্য একটা বিতর্ক চলছে এই ব্যাপারে যে গেম খেলার ক্ষেত্রে কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি সুবিধা জনক ? কম্পিউটারে গেমিং করা নাকি কনসোল গেমিং করা ? এখানে কনসোল গেমিং বলতে গেমিং করার সময় বিভিন্ন রকমের গেজেট যেমন জয়স্টিক ইত্যাদি ব্যবহার করা কে বোঝানো হয়েছে।
যদিও অনেকেই আমরা পিসি গেম এর আগে থেকে কনসোল গেম এর সাথে পরিচিত। ছোটবেলায় আমরা অনেকেই সাইবার ক্যাফে গুলোতে কয়েন দিয়ে কনসোল গেম গুলো খেলেছি। আবার অনেকের টিভির সাথে সিডিতেও জয়স্টিক লাগিয়ে গেম খেলার অভিজ্ঞতা রয়েছে ।আপনারা হয়তো দেখেছেন বাজারে প্লে স্টেশন গুলোর কি রকম চাহিদা ।
Pros and Cons between Computer Gaming and Console Gaming
কনসোল গেমিং বিজনেসের একটি পলিসি হলো এর উপর নির্ভরশীলতা । অনেকেই মনে করেন যে কনসোল গেমিং এর উপর নির্ভরশীলতা এখন আর আগের মত নেই । কারণ কনসোল গেমিং এর জায়গাগুলো কম্পিউটার এবং মোবাইল দখল করে নিয়েছে।
কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন । সনি কিংবা মাইক্রোসফট এর মত বড় বড় কোম্পানি প্রতি ৫ অথবা ১০ বছর পর পর তাদের কনসোল গেজেট গুলো বাজারে আনে । এ সকল কনসোল গেজেট গুলোর আকাশচুম্বির দাম থাকলেও এর জনপ্রিয়তা একটুও কমেনি।
ইতিহাস ঘাটলেও সেটাই দেখা যায় । যেখানে কম্পিউটারগুলো শুধু একবার কিনেই গেমগুলো আপডেট করা যায় সেখানে কনসোল গেমগুলো নির্দিষ্ট সময় পর পর আপডেট করতে হয় । তারপরেও এর জনপ্রিয়তা কোন অংশে কমে যায়নি ।
একটা ব্যাপার যে কনসোল গেম একটা ওয়ান টাইম পারচেস। যেখানে আপনি যদি একটি কম্পিউটার কিনেন । তাহলে কম্পিউটারে আপনি ইচ্ছেমতন গেম খেলতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন । আপনি চাইলে পুরনো যে কোন গেম এবং নতুন নতুন গেম গুলো যখন খুশি খেলতে পারবেন। কিন্তু কনসোল গেম গুলোতে এর সুবিধা নেই কারন এটি পিসির মত বারবার আপডেট করার সুবিধা নেই।
Computer Gaming Vs Console Gaming
আমি একটি জরিপে দেখেছি বর্তমান বিশ্বের প্রায় 30000 এর উপরে গেম রয়েছে । যেখানে কনসোল গেম গুলোতে নির্দিষ্ট কিছু গেম আপনি খেলতে পারবেন। সুবিধা অসুবিধা কথা চিন্তা করতে গেলে চোখ বন্ধ করে কম্পিউটারে গেমিং করা সুবিধা জনক বেশি ।
কম্পিউটারে গেম খেলার সবচাইতে বড় সুবিধা হচ্ছে গেম কন্ট্রোল করার অপশনগুলিকে ইচ্ছামতন সাজিয়ে নেওয়া যায় । পিসি গেমার কিবোর্ড এবং মাউসে কন্ট্রোল গুলি ইচ্ছেমতন সাজিয়ে নিতে পারেন।
যেটা গেম খেলার ক্ষেত্রে খুব কমফোর্টেবল একটা অপশন। অপরদিকে কনসোল গেমিং এর সবচেয়ে বড় এবং একমাত্র সুবিধা হচ্ছে জয়স্টিক ব্যবহারের ফলে এটি কন্ট্রোল করা অনেকটা সহজ এবং গেম খেলার যে বাস্তব ইনজয়মেন্ট সেটা পাওয়া যায়। শুধুমাত্র এই একটি কারণেই এখনো অনেক প্লেয়ার কন্সোল ব্যবহার করেন ।
প্লে স্টেশন কিনতে যথেষ্ট টাকা খরচ করতে হয় । এ ধরনের গেমগুলো প্রস্তুত করা গেম কিনেই খেলতে পারবেন । তাই বলে এর জন্য এত টাকা খরচ করা আমার কাছে একটু বেশি বলে মনে হয় এই কম্পিউটারের যুগে।
Computer Gaming and Console Gaming
যাইহোক কম্পিউটার গুলোর গ্রাফিক্স, কার্ড প্রসেসর, মেমোরি ইত্যাদি যন্ত্রাংশ গুলো প্রয়োজন মতো পরিবর্তন করা যায় এবং আপডেট গেম গুলোর জন্য প্রস্তুত করা যায় । কিন্তু অনেক টাকা খরচ করে একটা প্লে স্টেশন কিনে সেটি আর আপডেট করতে পারবেন না ।
যেহেতু দিন দিন প্রযুক্তি অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে সেহেতু এত টাকা খরচ করে ফিক্সড একটা ডিভাইস না কেনাই ভালো । আজকে যেটা ভালো লাগছে কালকে সেরকমটা ভালো নাও লাগতে পারে । কনসোল গেমের এটি একটি অনেক বড় অসুবিধা। আবার অনেক বড় বড় গেম রয়েছে যেগুলো পিসিতে খেলা যায় কিন্তু কনসোল গুলোতে খেলা যায় না।
ভালো মানের একটি কম্পিউটার বিল্ড করতে বেশ টাকা খরচ হয় একটি প্লে স্টেশনের তুলনায় । কিন্তু কম্পিউটার দিয়ে একই সাথে গেম খেলা যায় এবং ইন্টারনেট ব্রাউজিং সহ যাবতীয় কাজ করা যায়। সেদিক থেকে বিবেচনা করলে এত টাকা খরচ করে কনসোল কেনার চেয়ে কম্পিউটার কেনা আমার কাছে বেশি ভ্যালুয়েবল ।
আর যেহেতু বর্তমান গেমিং বাজারে দ্রুত চেঞ্জ আসছে । অর্থাৎ কিছুদিন পর পর নতুন নতুন গেম বাজারে আসছে।সেহেতু প্লে স্টেশনে টাকা ইনভেস্ট না করে একটি ভালো পিসিতে টাকা ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ । এক দর্শক আগেও যখন বাজারে গেমের এত ভ্যারিয়েন্ট ছিল না তখন মানুষ নির্দিষ্ট কিছু গেমের প্রতি আসক্ত ছিল বেশি।
Computer Gaming and Console Gaming Pros and Cons
তখন টাকা খরচ করে একটি কনসোল কিনলে সেটি অনায়াসে অনেকদিন ব্যবহার করতে পারত। যেহেতু গেমারদের বাজার আগের মতন নেই সেহেতু এখন আর প্লে স্টেশনে ইনভেস্ট না করাই ভালো।
আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কম্পিউটারে গেম খেলার জন্য নির্দিষ্ট পর্যায়ের দক্ষতা প্রয়োজন হয় । একটি কম্পিউটারে গেম ইনস্টল করা থেকে শুরু করে সেটি ইচ্ছে মতন কাস্টমার করা কিংবা অনলাইন গেম গুলোতে অ্যাকাউন্ট খোলা ইত্যাদি ক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন আছে।
যেহেতু কনসোল গেম গুলোতে এরকম কোন ঝামেলা নেই বা দক্ষতার প্রয়োজন নেই সেহেতু যারা টেকনিক্যাল দিকগুলোতে একটু অদক্ষ তাদের ক্ষেত্রে আবার কনসোল গেম গুলো বেশি সুবিধাজনক । আবার যারা একই সাথে নিজের টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধি করতে চান তাদের জন্য তো অবশ্যই কম্পিউটার গেম । যারা আবার গেম ডেভেলপমেন্ট বা ডিজাইন করতে আগ্রহী বা এর সম্পর্কিত কাজগুলো ভবিষ্যতের শিখতে চান তাদের ক্ষেত্রে তো অবশ্যই কম্পিউটার গেম ।
কনসোল গেমের একটি সুবিধা হচ্ছে এই গেমটি ইন্সটল করার কোন ঝামেলা নেই বা বারবার আপডেট করার ঝামেলাও নেই। কিন্ত বেশিরভাগ পিসি গেমগুলো ইন্সটল করার সময় এবং ঝামেলার সাপেক্ষ এবং নির্দিষ্ট সময় পর পর আপডেট করার সমস্যা তো রয়েছে ।
হার্ডওয়ারের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যায় । যদিও সেটা সুবিধার চেয়ে অসুবিধা বেশি সৃষ্টি করে বলে আমার মনে হয় কারণ আপডেট গেম গুলো আর খেলা যায় না হার্ডওয়ার সমস্যার কারণে। এ ধরনের গেমগুলো বাচ্চাদের জন্য বা যারা শখের বসে মাঝে মাঝে গেম খেলেন তাদের জন্য সুবিধা জনক । কারণ এতে কোন বাড়তি ঝামেলা নেই ।
কম্পিউটার গেমিং এর আরেকটি বড় সুবিধা হচ্ছে এর গ্রাফিক্স । কম্পিউটারে অতিরিক্ত গ্রাফিক্স কার্ড লাগানোর সুবিধা থাকাই এর গেমিং অভিজ্ঞতা খুবই সুন্দর হয় । এবং দৃশ্যগুলো অত্যন্ত বাস্তবসম্মত দেখা যায় যেটি কনসোল গেমিং এ সম্ভব হয় না। এটি একটি অনেক বড় পার্থক্য ।
মুভি দেখা, ডিজাইন করা কিংবা গেম খেলার সময় দেখার সৌন্দর্যতা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ । শুধুমাত্র এই সৌন্দর্যের জন্যই অনেকে অতিরিক্ত টাকা খরচ করে ল্যাপটপ কিংবা মনিটর ক্রয় করেন । তার মানে গেমিং এর ক্ষেত্রে এটি অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় ।
Pros and Cons between Computer Gaming and Console Gaming
অনেক সময় ভালো মানের গ্রাফিক্সের অভাবে গেমের বেশিরভাগ সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং ফিকে মনে হয় । তাই যদি আপনি নতুন নতুন গেম সত্যিকারের মজা নিতে চান তাহলে অবশ্যই কম্পিউটারের দিকে যেতে হবে আপনার ।
আমি আসলে পিসি গেম এবং কনসোল গেমের সকল রকম সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করেছে। যদিও কোন অংশ বাদ পড়ে যেতে পারে, তবে সেটা যাই হোক দুই পদ্ধতির মধ্য আমার কাছে কম্পিউটারে গেম খেলার ব্যাপারটি বেশি অগ্রাধিকার যোগ্য।
অন্তত এই ২০২২ সালে এসে আমরা বেশি টাকা খরচ করে প্লে স্টেশন কিনে ফিক্সড কিছু গেম অবশ্যই খেলতে চাইবো না । তাই বলে যে কনসোল গেমিং অভিজ্ঞতা একদম খারাপ সেটা বলছি না । দুইটা দুই স্থানে বেস্ট । আমি শুধু বলবো আপনি যদি ওভারঅল ভালো গেমিং অভিজ্ঞতা চান এবং একইসাথে আপনার ইন্টারনেট ব্রাউজিং দক্ষতা এবং ব্যবহার সবকিছু বাড়াতে চান তাহলে অবশ্যই কম্পিউটার গেমিং এবং এর পেছনে ইনভেস্ট করা উচিত হবে।
বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার যেমন সবকিছুর ঊর্ধ্বে তেমনি গেমিং এর ক্ষেত্রেও কম্পিউটার হচ্ছে রাজা। এর সাথে অন্য কোন কিছুরই তুলনা চলে না । আর এখন তো বেশিরভাগ গেমে অনলাইনে খেলা হয় সে ক্ষেত্রে তো কম্পিউটারের কোন বিকল্প নেই ।
দিনশেষে আপনি যাই কিনেন না কেন আপনার ভালো গেমিং অভিজ্ঞতা এবং যেটি তে আপনি সবচেয়ে বেশি মজা পাবেন সেটি নিবেন ।তবে আমার একটি সাজেশন হলো যারা মাঝেমাঝে গেম খেলেন শুধুমাত্র শখের বসে বা বন্ধুদের আড্ডায় কিংবা বাসার বাচ্চাদের জন্য একটি গেমিং সেটআপ চান তাদের জন্য প্লেস্টেশন বা কনসোল গেম ঠিক আছে । অন্যথায় গেমারদের জন্য বা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য অবশ্যই কম্পিউটার।