Top 10 Cheap Gaming Chair of 2022

Top 10 Cheap Gaming Chair of 2022
Top 10 Cheap Gaming Chair of 2022
টপ ১০ চিপ গেমিং চেয়ার ২০২২ - Top 10 Cheap Gaming Chair of 2022. আমরা যারা গেমিং করি । তাদের সবারই ইচ্ছে থাকে একটি গেমিং চেয়ার কেনার । বাজেটের কারণে হয়ত অনেকেই সেই কাঙ্খিত জিনিসটি কেনা হয়ে উঠে না । তো কম বাজেট অথবা সাধ্যের মধ্যে যদি একটি চেয়ার পাওয়া যায় তাহলে কেমন হয়? 

Top 10 Cheap Gaming Chair of 2022

আপনার বাসায় যত দুর্দান্ত গেমিং সেটআপে থাকুক না কেন একটি গেমিং চেয়ার না থাকলে সেটি আসলে ফিকে হয়ে যায় । আর একটি গেমিং চেয়ার শুধু আপনার সেটআপের সৌন্দর্যই বৃদ্ধি করে না , সাথে আপনাকে বিভিন্ন শারীরিক অসুবিধা হতে মুক্তি দেয়।

যেগুলো অসাধারণ চেয়ারে বসে দীর্ঘ সময় কাজ করলে বিভিন্ন ব্যথার সম্মুখীন হতে হয় সেই ব্যথাগুলো গেমিং চেয়ারে বসে করলে হয় না ।

Top 10 Cheap Gaming Chair of 2022

তো চলুন জেনে নেই ২০২২ সালের সেরা ১০ টি চিপ গেমিং চেয়ার সম্পর্কে।

  1. OFM Essential Racing Chair
  2. Raspawn- 110 Racing Gaming Chair
  3. GTRACING Gaming Chair
  4. Best Office Pc Gaming Chair
  5. X Rocker Extreme lll 2.0 Gaming Rocker Chair
  6. Cougar Explore S
  7. Razer Enki X
  8. Corsair TC60
  9. Respawn 205 Gaming Chair
  10. Nouhaus Ergo3D

১.OFM Essential Racing Chair: 

কম বাজেটের মধ্য এই চেয়ারটি আমার কাছে বেস্ট মনে হয়েছে । ৫০ থেকে ৭০ কেজি ওজনের মানুষগুলো আনায় আসে এই চেয়ারটি ব্যবহার করতে পারবেন । চেয়ারটির বর্ষার ব্যাটিং সিস্টেম খুবই ভালো এতে শরীরের সাথে সহজেই ফিট হয়ে যায় । চেয়ারটির প্যাডগুলো বসার সাথে সাথে শরীরের চেয়ে অনুসারে ফিট হয়ে যায় । ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে । চেয়ারটির পিঠের অংশ যেটি তে আমরা হেলান দেই , সেই অংশটি খুবই শক্ত । ফলে এটি শরীরকে অনেক রকমের ব্যাথা হতে মুক্ত রাখে । এটি ব্যবহার করে আপনি গেমিং করে আগের চেয়ে অনেক বেশি কমফোর্ট ফিল করবেন ।

যান্ত্রিক বা বাম দিকে চেয়ারটির ৩৬০ ডিগ্রী পর্যন্ত ঘুরাতে পারবেন । ফলে কাজ করার সময় কখনোই বিরক্তিকর বোধ করবেন না যখন আপনি ইচ্ছে রকম নড়াচড়া করতে পারবেন । যাই হোক এই গেমিং চেয়ারটি এর বাজেটে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে । তবে কেনার পরে আমার পরামর্শ থাকবে যে এর বিভিন্ন রকমের স্ক্রুগুলো ম্যানুয়ালি টাইট দিতে হবে । 

২.Raspawn- 110 Racing Gaming Chair: 

সিম্পল এর মধ্য গর্জিয়াস লুকিং এর এই চেয়ারটির মাপ ২৮.৫ বাই ২৬.৫ বাই ৫১.৪ ইঞ্চি । চেয়ারটি সর্বোচ্চ 125 কেজি পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম । বাজারে চেয়ারটির বিভিন্ন কালার ভেরিয়েন্ট পাওয়া যায় । এটি চামড়া অন্যান্য সাধারণ চেয়ার গুলি থেকে অনেক উন্নতমানের । চেয়ারটি ৯০ থেকে ১৩০ ডিগ্রি পর্যন্ত হেলান দেওয়া যায় । তাই গেমিং করার সময় এক ভাবে টানা বসে থাকার কোন চিন্তা নেই । চেয়ার এর সাথে সেগমেন্ট প্যাড থাকায় আপনার শরীর আরো বেশি আরামদায়ক ভাবে বসতে পারবে ।

তবে চেয়ার টি খুব উচু করা যায় না। ফলে যারা লম্বা মানুষ আছেন তাদের বলব এই চেয়ার টি কেনার আগে নিজের উচ্চতার সাথে যাচাই করে নেওয়া। সাড়ে পাঁচ ফুটের মধ্য যাদের হাইট, তারা খুব সহজেই চেয়ারটি ব্যবহার করতে পারবেন। কিন্তু ৬ ফুট বা তার বেশি উচ্চতার মানুষদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে এ চেয়ারটি না নেয়ার।

৩.GTRACING Gaming Chair: 

কম দামে আপনি যদি বেস্ট গেমিং চেয়ার খুঁজে থাকেন তাহলে এই চেয়ারটি হবে ভ্যালু ফর মানি ।১৩৬ কেজি পর্যন্ত ওজন ধরনের সক্ষম এই চেয়ার টি পেছনের দিকে ৯০ থেকে ৭০ ডিগ্রি পর্যন্ত হেলতে পারে । চাটিতে রয়েছে মেটাল ফ্রেম এবং অনেক উন্নত মানের চামড়া । ঘাড়ের অংশটি খুব সহজেই মাথার সাথে ফিট হয়ে যায় ফলে ঘাড় ব্যথার কোন সম্ভাবনা থাকে না । তবে কাস্টমারদের কিছু ব্যাপারে অভিযোগ রয়েছে যে চেয়ার টি দীর্ঘদিন ব্যবহারের ফলে বিভিন্ন অংশগুলো ঢিল হয়ে যায় । বাকি সব দিক থেকে চেয়ার টি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ।

৪. Best Office Pc Gaming Chair: 

বাসার সাথে সাথে অফিস কেউ যারা একটা গেমিং চেয়ার দ্বারা সৌন্দর্যমন্ডিত করতে চান তাদের জন্য হবে এটি সবচাইতে বেস্ট চয়েচ । এর অসাধারণ ব্যাক সাপোর্ট আপনার শরীরকে ঘন্টার পর ঘন্টা গেমিং করার জন্য ফিট রাখবে। 

মোটামুটি ১৩০ কেজি পর্যন্ত ওজন ধরনের সক্ষম এই চেয়ারটি। বাচ্চা হোক কিংবা প্রাপ্তবয়স্ক হোক যেকোনো ধরনের মানুষের জন্য এই চেয়ারটি দুর্দান্ত ফিট হবে। তবে চেয়ারটিতে ব্যাক সাপোর্টের জন্য যথেষ্ট ইকুইপমেন্ট নেই । বাকি সব ওকে ।

৫. X Rocker Extreme lll 2.0 Gaming Rocker Chair

যারা বাচ্চাদের জন্য একটি গেমিং চেয়ার কেনার চিন্তাভাবনা করছেন , তাদের জন্য এই চেয়ারটি হবে পারফেক্ট পছন্দ । চেয়ারটি সাইজ ২৬/১৭/১৭ ইঞ্চি । সাইজ দেখে বুঝতে পারছেন আকারে ছোট এই চেয়ারটির ঘরের পরিবেশের সাথে অনেক সুন্দর মানাবে বিশেষ করে বাচ্চাদের রুমে ।হেলান দেওয়ার বাঁকানো অংশটি শরীরের সাথে এত সুন্দর ভাবে এডজাস্ট হয়ে যায় যে আপনি সব ভুলে গেমিং এর দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন ।

৬. Cougar Explore S

কম বাজেটে যে একটি ভালো গেমিং চেয়ার চাপে পেতে পারেন এই মডেলটি তার প্রমান । চেয়ারটি অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন । ১১৯ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম এই চেয়ারটি । চ্যাট রয়েছে প্যাকেট টাইপের সিট সহ পিভিসি লেদার ।

পেছনের দিকে যথেষ্ট কোনে আপনি হেলান দিতে পারবেন ১৯০ ডিগ্রি পর্যন্ত । এটার থ্রিডি আর্মারেস্ট দুই পাশের বাহগুলোকে অনেক আরামে রাখতে সাহায্য করে । তাছাড়া ঘাড়ের বালিশ , ব্যাক সাপোর্ট তো আছেই ।

৭. Razer Enki x 

এটার সিট এর দৈর্ঘ্য ২১ ইঞ্চি ।১৫২ ডিগ্রি পর্যন্ত হেলান দেওয়া যায় । 2D অর্মারেস্ট । প্রায় ১২০ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম ।

যদিও চেয়ার টি তে 3D বা 4D আর্মারেস্ট নেই। তুবও আমি বাকি সব দিক থেকে চেয়ারটি ওকে রয়েছে। কম বাজেটের মধ্য স্টাইলিশ দেখতে এই চেয়ারটি । তবে ২০২২ এ এসে 2D আর্মারেস্ট এর এই চেয়ার কেনার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। তবে চেয়ারের দুই পাশের হাতের গঠন যদি ফ্যাক্ট না হয়। তাহলে নিয়ে নিতে পারেন। 

৮. Corsair TC60

এটার সিটের উচ্চতা ১৬ থেকে ২০ ইঞ্চি । পেটের দৈর্ঘ্য ২২.৬ ইঞ্চি । ১০৫ ডিগ্রি পর্যন্ত হেলান দেওয়া যায় । ১১৯ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম । 
অত্যন্ত সাধারণ মানের এই চেয়ার টি হতে পারে আপনার গেমিং বা সাধারণ কাজের জন্য বেস্ট চয়েস । গেমিং ছাড়াও চেয়ার টি বাসা কিংবা অফিসে ব্যবহারের জন্য বেস্ট চয়েস।

যেহেতু গেমিং বা কাজ যেটিই হোক না কেনো আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিৎ কমফোর্ট । সিম্পল লুকিং এবং গঠনের এই চেয়ার টি সমান ভাবে আরামদায়ক এবং দেখতে মানান সই। 

৯. Respawn 205 Gaming Chair

১৯ থেকে ২৩ ইঞ্চি হাইটের এই চেয়ারটি ৯০ থেকে ১৩০ ডিগ্রি পর্যন্ত এলান দেওয়া যায় এবং সর্বোচ্চ ১২০ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম।

কম বাজেটের মধ্য এই চেয়ারটির যে দিকটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এর 4D armarest. তার মানে হচ্ছে বসার পর আপনি আপনার দুইপাশের হাতে অংশগুলিকে অত্যন্ত আরামদায়কভাবে রাখতে পারবেন । বাকি সকল অংশ যেমন ব্যাগ সাপোর্ট ঘাড়ের বালিশ ইত্যাদি অংশ ঠিকঠাক ভাবেই আছে ।

১০. Nouhaus Ergo3D

১৯ ইঞ্চি দৈর্ঘ্যের এই চারটির সর্বোচ্চ উচ্চতা ১৮ থেকে ২২ ইঞ্চি । চেয়ারটি তে ৯০ থেকে ১৩৫ ডিগ্রি পর্যন্ত হেলান দেওয়া যায় ।

বাকি অন্যান্য বিষয়ের যেমন 4D armarest . ঘরের বালিশ ব্যাগ সাপোর্ট সবকিছুই অন্যান্য সাধারণ গেমিং চেয়ার গুলির মতই । চেয়ারটির আরেকটি পজিটিভ দিক হচ্ছে এর চাকা গুলি অত্যন্ত মসৃণ। তাই নড়াচড়া করার সময় খুব বেশি শব্দ করবে না । এই দিক থেকে চেয়ারটি আমার কাছে খুব ভালো লেগেছে ।

শেষকথা:

একটু কম বাজেটে চেয়ারগুলির মধ্যে দেখেশুনে কিনলে অত্যন্ত ভালো মানের চেয়ে আপনি হতে পারেন । তাই আমি উপরে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি , কেনার আগে সেই বিষয়গুলো একটি ভালোভাবে যাচাই করলে আপনি পেতে পারেন আপনার কাঙ্খিত সেই গেমিং চেয়ার।

চেয়ারগুলিতে শুধুমাত্র গেমিং এর জন্য উপযুক্ত তা নয় , বাসা বাড়িতে কিংবা অফিসে ব্যবহার করতে পারবেন এই চেয়ারগুলি । মডেল সিলেক্ট করার পর আমার পরামর্শ থাকবে চেয়ারটি সম্পর্কে আরো বিস্তারিত জানার।

বাজেট কম হোক কিংবা বেশি হোক কেনার পর সেটা কিছুদিন পরেই চেঞ্জ করা সম্ভব হয় না । আর সেটা রিইউজ ভাবে বিক্রি করতে গেলেও অনেক টাকা লস হয়ে যায় । তাই আমার পরামর্শ থাকবে স্বপ্নের সেই চেয়ার টি কেনার আগে সকল বিষয় ভালো ভেবে যাচাই করে নেওয়া । 
Previous Post
No Comment
Add Comment
comment url

Related Articles