Vertagear SL4000 Racing Chair, Best Gaming Chair 2022

Vertagear SL4000 Racing Chair, Best Gaming Chair 2022
Vertagear SL4000 Racing Chair, Best Gaming Chair 2022
Vertagear SL4000 Racing Chair - একজন গেমার খুব ভালোভাবেই জানেন যে একটি প্রফেশনাল সেটআপ এবং উচ্চ গেমিং এর জন্য চেয়ার কতটা গুরুত্বপূর্ণ । কম্পিউটার , মাউস কিবোর্ড থেকে শুরু করে গেমিং এর জন্য প্রয়োজনীয় প্রত্যেকটি উপাদানে যার যার জায়গা থেকে বিশেষভাবে ভূমিকা পালন করে ।

কোন একটি অংশে সমস্যা সৃষ্টি হলে পুরো গেমিং এর মজা নষ্ট হয়ে যায় । তাই একজন পেশাদার গেমার এর জন্য কিংবা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে বসে যে কোন কাজ করার জন্য দরকার একটি সুন্দর এবং আরামদায়ক চেয়ার ।

Vertagear SL4000 Racing Chair, Best Gaming Chair 2022

যাই হোক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেয়ারে বসে লেখালেখি করা হোক আর দীর্ঘ সময় মনিটর কিংবা স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অন্য যেকোনো কাজ করা হোক । দীর্ঘ সময় এভাবে বসে থাকলে কোমরের ব্যথা হতে পারে । যেখানে গেমিং চেয়ারে ভালো দিক হচ্ছে এই চেয়ারটি আপনাকে এই সকল ব্যাথা হতে মুক্তি পেতে সাহায্য করবে । 

Vertagear SL4000 রেসিং চেয়ার টি আপনাকে এ সকল সমস্যার সমাধান দিতে পারে ? যেখানে অনেক রকমের এবং ব্র্যান্ডের গেমিং চেয়ার রয়েছে । আমি আজকের এই আর্টিকেলটি তে এর চেয়ারের বিস্তারিত বর্ণনা ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবো । সেই সাথে আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবো যে চেয়ারটি আপনার কেনা উচিত হবে কিনা । 

যাদের জন্য ফিট হবে : 

প্রায় ৯০ কেজি ওজন ধারণ করতে সক্ষম এই চেয়ারটি চাইলেই পেছনের দিকে ১৪০ ডিগ্রি পর্যন্ত হেলান দিতে পারবেন । এখন অবশ্য এই ব্যাপারটি ক্লিয়ার কোন সাইজের লোকদের জন্য । আপনার জানার সুবিধার জন্য বলে রাখি বাজারের বেশিরভাগ গেমিং চেয়ার প্রায় 120 থেকে 140 কেজি পর্যন্ত ওজন ধারণের সক্ষমতা দিয়ে তৈরি করা হয় । এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা লোকদের জন্য ফিট হয় । কিন্তু আপনি যদি ওজনে হাল্কা হয়ে থাকেন এবং গরমে মধ্যম বা তার ছোট হয়ে থাকেন তাহলে এই চেয়ারটি আপনার জন্য ফিট । আমি আমার ওয়েবসাইটে আরও যে চেয়ারের বইগুলো দিয়েছি সেগুলোর বেশিরভাগই ভারী এবং লম্বা লোকদের জন্য । সে দিক থেকে এই চেয়ারটি আমার মত হালকা-পাতলা লোকদের জন্য খুবই আরামদায়ক হবে । অবশ্য আপনি চাইলেই সেরকম বড় সাইজের কিংবা উচ্চ ওজন ধারণ ক্ষমতার সম্পন্ন একটি চেয়ার কিনতে পারেন । কিন্তু সেটি যদি আপনার শরীরের সাথে ফিট না হয় তাহলে গেমিং চেয়ারের কোন মজাই পাবেন না । তাই আপনার ওজন যদি ৬০ থেকে ৭০ কেজির মধ্য হয়ে থাকে এবং উচ্চতা পাঁচ বা সাড়ে পাঁচ ফুটের মত হয় তাহলে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই চেয়ার টি । 

সংক্ষেপে চেয়ারটির কিছু পজিটিভ দিক: 

  • চেয়ারটিতে যে ফোম গুলো ব্যবহার করা হয়েছে । সেগুলো খুবই উন্নতমানের । এই বাজেটে এরকম উন্নত মানের ফোম সাধারণত খুব কম চেয়ার এই ব্যবহার করা হয় । 
  • 4D এডজাস্টেবল হাত রাখার স্থান বা আর্ম রেস্ট । 
  • চেয়ারটি পরিষ্কার করা খুবই সহজ । 
  • দুই বছরের ওয়ারেন্টি । 

সংক্ষেপে চেয়ারটির কিছু নেগেটিভ দিক: 

  • অতিরিক্ত দাম । 
  • আর্ম রেস্ট গুলো হালকা । 
  • বক্স থেকে খোলার পর যন্ত্রাংশ সেগুলো লাগাতে অনেক বেশি সময় লাগে এবং অনেক গুলো পার্ট জোড়া লাগাতে হয় । 

চেয়ারটির আকার আকৃতি: 
Vertagear SL4000 রেসিং চেয়ার টি ডিজাইন করা হয়েছে অ্যাভারেজ এবং শুকনা ছেলে মেয়েদের জন্য । পাসপোর্ট কিংবা তার আশেপাশের উচ্চতার মানুষের জন্য এটি একটি আদর্শ গেমিং চেয়ার । 
চেয়ার টির ওজন প্রায় 20 কেজি এবং এর আয়তন ২০.৮৭"×২০.৪৭"×৫৫.৫২" । 

চেয়ার টি অনেক গুলো ভিন্ন ভিন্ন রং এ পাওয়া যায় । গেমিং চেয়ার এর বাজারে এখন অনেক রকমের রঙ ভিন্নতা এসেছে । যেটি কিছুদিন আগেও ছিল না । তাই আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের চেয়ার গুলোতে পছন্দ মতন রং খুঁজে না পান যে রংটি আপনার সেটআপের সাথে মানানসই হবে । তবে আপনার পছন্দের তালিকায় Vertagear SL4000 রেসিং চেয়ার টি রাখতে পারেন।

বাজারে এর যে কালার এ পাওয়া যায় : 

  • লাল / কালো 
  • কালো 
  • নীল / কালো 
  • সবুজ/ কালো 
  • সাদা / কালো 
  • নীল / সাদা 
  • সবুজ / সাদা
  • লাল / সাদা 
  • সাদা 
উপরের রং গুলি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর রং এর দিক থেকে মোটামুটি কোন অভাব নেই । তবে আমার একটি ব্যক্তিগত মতামত বর্তমান বাজারে বহুল প্রচলিত পিংক কালারের একটি অপশন তাদের অবশ্যই রাখা উচিত ছিল । 

গঠন উপাদান: 

Vertagear SL4000 রেসিং চেয়ার টিতে উচ্চমানের হেভি ডিউটি ফাইভ স্টার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে । যেটা চেয়ার টি কে অতিরিক্ত শক্তি প্রদান করে এবং চোখ বন্ধ করে দীর্ঘদিন তো টিকবেই । অবশ্য এই অ্যালুমিনিয়াম ব্যবহারের ফলে চেয়ারটির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায় । তাই চাকরি কতদিন টিকবে কিংবা কিছুদিন ব্যবহারের পরে নষ্ট হয়ে যাবে কিনা এরকম কোন চিন্তা নেই । 

আর্ম রেস্ট : 

একটি চেয়ার শুধুমাত্র যে আমরা কোমর এবং ঘাড়ের ব্যথা হতে মুক্তি পাওয়ার জন্য কিনি ব্যাপারটি ঠিক তা নয় । এর সাথে আমাদের কনুই এবং হাত রাখার কাঠামোটির ব্যাপারেও ভাবতে হবে । Vertagear SL4000 রেসিং চেয়ার টি তে 4D armrest ব্যবহার করা হয়েছে । যেটি চারটি আলাদা আলাদা পজিশনে এডজাস্ট করা যায় । অর্থাৎ আপনার শারীরিক গঠন যে রকমই হোক না কেন আপনার হাতকে আরামে রাখার জন্য চেয়ারটি সর্বোচ্চ সুবিধা প্রদান করবে । 

আপনার জানার সুবিধার জন্য বলে রাখি এই 4D আর্ম রেস্ট হাত রাখার কাঠামোটি সামনে পেছনে কিংবা উচ্চ এবং নিচু করে আপনার শরীরের সাথে এডজাস্ট করে নিতে পারবেন । 

লক এবং মেকানিজম : 

Vertagear SL4000 রেসিং চেয়ার টি তে পজিশন লক সিস্টেম রয়েছে । এটিতে চার রকমের আলাদা আলাদা লক সিস্টেম রয়েছে যেটি খুবই কার্যকর ভূমিকা পালন করে যখন আপনি চান যে আপনার চেয়ার টি অনাকাঙ্খিত নড়াচড়া না করুক । 

সমান্তরাল মেঝেতে এরকম চেয়ার দিয়ে কাজ কিংবা গেমিং করার সময় শরীরের ঝাকি তে চেয়ারগুলো অনেক সময় স্লিপ করে । যার ফলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে । তাই এই লোক সিস্টেম আপনাকে সেই অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করবে । সেই সাথে আপনি যদি চেয়ার টি কে একটি নির্দিষ্ট পজিশন এ রেখে রকিং করতে চান তাহলে সেটিও সম্ভব হবে । 

ঘাড়ের সাপোর্ট এবং বসার সিট : 

Vertagear SL4000 রেসিং চেয়ার টি তে এডজাস্টেবল নেক এবং লুম্বার সাপোর্ট রয়েছে যেটি গেমার কে স্বাভাবিকের চাইতে অনেক বেশি সময় ধরে গেমিং করতে শক্তি যোগায় । তাছাড়া এটির বসার সিটের ফোম এবং কুশন গুলি একই সাথে উন্নত মানের এবং শরীরের সাথে পারফেক্ট খাপ খাওয়ানোর মতো পজিশন এ তৈরি করা হয়েছে । যেটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে । এবং এটিকে প্রায় কমফোর্ট এর দিক থেকে ম্যাসেজিং চেয়ার গুলির সাথে তুলনা করা যায় । 

ওয়ারেন্টি : Vertagear SL4000 রেসিং চেয়ার চেয়ারটা কিনলে আপনারা একসাথে পাবেন দুই বছরের ওয়ারেন্টি যেটা শুধুমাত্র চেয়ারটির বিভিন্ন পার্টস এর জন্য । আর এর ফ্রেমের জন্য পাবেন আরো ১০ বছরের ওয়ারেন্টি । যদিও দুই বছরের জায়গায় তিন কিংবা পাঁচ বছরের পার্টস ওয়ারেন্টি দিলে ব্যাপারটা বেশি ভালো হতো । আর চেয়ারটি ব্যবহার করার সময় যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে তাদের ওয়েবসাইট এ সব সময় সাপোর্ট পাবেন । 

অবশ্য চেয়ার টি তে অতিরিক্ত কোনো কুশন ফ্রি দেওয়া হয় নি । যেটি এই বাজেটের প্রায় গেমিং চেয়ার গুলোতে দেওয়া হয়ে থাকে । 

Vertagear SL4000 রেসিং চেয়ার এর সাথে DxRacing চেয়ার গুলোর বৈশিষ্ট্য এবং ডিজাইনের অনেক মিল রয়েছে । কিন্তু দামের দিক থেকে তুলনামূলক ভাবে বেশি । 

আশা করি আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও চেয়ার কেনার ব্যাপারে সহায়তা করবে এবং গেমিং চেয়ার সম্পর্কে ধারণা দেবে । Vertagear SL4000 রেসিং চেয়ারটি সম্পূর্ণরূপে এডজাস্টেবল এবং আপনার সুবিধামতো যেকোন ভাবে কাস্টমার করে নিতে পারবেন ।

যদিও দাম তুলনামূলকভাবে বেশি বাংলাদেশের বাজারে প্রায় ৩০ হাজারের উপরে বাজেট পড়বে । তবে কেনার পর নিশ্চিন্তে পাঁচ থেকে ছয় বছরের ভিতর আপনার অন্য কোন গেমিং কেনার কথা ভাবতে হবে না । 

বাজেট যাই লাগুক না কেনো আপনি যদি পাতলা গড়নের মানুষ হন । এবং নিজের শরীরের জন্য মানানসই একটি গেমিং চেয়ার খুঁজে থাকেন তাহলে এর বিকল্প চেয়ার বাজারে খুব কমই আছে । তাছাড়া বাসার বাচ্চাদের জন্য চেয়ারটি যথেষ্ট উপযোগী হবে ।

অন্যান্য বারের মত এবারও আমার সেই একই পরামর্শ রইল কেনার আগে অবশ্যই মার্কেটে গিয়ে যাচাই করে নিবেন যে আপনার শরীরের সাথে সঠিকভাবে এডজাস্ট হয় কিনা । আর অনলাইন থেকে অর্ডার করার আগে এর বিশদ বিবরণ গুলো দেখে নেবেন ওদের ওয়ারেন্টি পলিসি সঠিক ভাবে যাচাই করে নিবেন ।

কারণ চায়না নকল চেয়ারগুলির দাম এর থেকে কিছুটা কম হলে ওদের ওয়ারেন্টি থাকে না । তাই অনলাইন থেকে কেনার আগে অবশ্যই সতর্কতার সহিত কিনবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Related Articles