Why should You Use a Gaming Chair?
![]() |
Why should You Use a Gaming Chair? |
Why should You Use a Gaming Chair? গেমিং চেয়ার কেনো ব্যবহার করবেনঃ আমরা সারাদিন চেয়ারে বসে থাকি। সেটা জব করার জন্য হোক, কাজ করার জন্য হোক কিংবা গেমিং করার জন্য হোক না কেনো। আমারদের শরীরের ভালো থাকা তখন প্রায় পুরোটাই নির্ভর করে চেয়ারের উপর । চেয়ার ফিট তো শরীর ফিট। আর শরীর ফিট থাকলে কাজের প্রতি মন বসে। কাজ করার গতিও বৃদ্ধি পায়।
Why should You Use a Gaming Chair?
আর এর জন্য পারফেক্ট সলুশন হচ্ছে গেমিং চেয়ার। এর মাধ্যমে আপনার গেমিং অথবা কাজ দুটোই সহজ হয়ে গেছে। তো আমি আজকে বর্ননা করবো একটি গেমিং চেয়ার এর কি কি সুবিধা রয়েছে। আর কেনো আপনি একটি সাধারণ চেয়ারের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে একটি গেমিং চেয়ার কিনবেন।
আসলর কোনো কিছু কেনার পেছনে অধিক অর্থ ব্যায় করার অবশ্যই একটা কারণ থাকে। যেখানে আমরা চার পাঁচ হাজার টাকা খরচ করে অনেক উন্নত মানের সাধারণ চেয়ার কিনতে পারি, সেখানে ১০/১৫ হাজার টাকা দিয়ে গেমিং চেয়ার কেনার পিছনে অবশ্যই কারণ থাকে।
এ চেয়ার গুলি অন্যান্য সাধারণ চেয়ার থেকে অনেক বেশি কমফোর্ট এবং দেখতে অনেক বেশ সুন্দর। তো একটি গেমিং চেয়ারের সুবিধা গুলো তিন ধাপে আলোচনা করবো
পারফেক্ট সেটাপের জন্য পারফেক্ট চেয়ার:
অনলাইন গেমিং গুলো ঘরে বসে চেয়ারে খেলতে হলেও হলেও শারীরিক অনেক সুবিধা অসুবিধা থাকে । কারণ শারীরিকভাবে বিভিন্ন দিকে নড়াচড়া করতে হয় । গেমিং করার সময় হাত, পা , শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ এর সমান ভাবে ব্যবহার করতে হয় ।তাই পারফেক্ট কিভাবে গেমিং করার জন্য অবশ্যই দরকার একটি পারফেক্ট পজিশন ।
যেমনটা আমরা মাঠে খেলার সময় বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি খেলার সুবিধার্থে। ঠিক তেমনি ভাবেও পারফেক্ট ই-গেমারদের জন্য একটি পারফেক্ট ইকুইপমেন্ট।আপন যদি একজন গেমার হন তাহলে অবশ্যই আপনি গেমিং সেটাপ নিয়ে সচেতন। একটা অসাধারণ সেটাপ যে কত টা গুরুত্বপূর্ণ সেটা কেবল যে একজন গেমারই জানেন। তাছাড়া যারা লাইভে গেমিং করেন তাদের জন্য তো কথাই নেই।
গেমিং চেয়ার ছাড়া সেটা এই যুগে কল্পনাই করা যায় না। বাজারে অনেক রকমের অনেক রঙের গেমিং চেয়ার পাওয়া যায়। যেগুলো বাসার পরিবেশের সাথে অনেক সুন্দর মানায়। তাছাড়া অফিস কিংবা দোকানের জন্য অন্যান্য একটি সাধারণ চেয়ারের তুলনায় একটি গেমিং চেয়ার সৌন্দর্য অনেক গুণ বেশি বৃদ্ধি করে । তাই সর্বোপরি একজন পারফেক্ট গেমার , প্রফেশনাল গেমিং সেটাপ এবং শারীরিক সুবিধার কথা চিন্তা করে পারফেক্ট চেয়ার হবে গেমিং চেয়ার ।
কমফোর্টের জন্য বেস্টঃ
ব্যক্তিগতভাবে আমি সারাদিন কম্পিউটারে ডেস্ক এ বসে কাজ করি । নানা সময় আমাকে চেয়ার নিয়ে বিভিন্ন অসুবিধায় ভুগতে হয়। সাধারণ শেয়ারগুলি ব্যবহার করার ফলে কোমর ব্যাথা এবং ঘাড় ব্যথা থেকে শুরু করে সময়ে অসময়ে বডি মুভ করতে প্রচুর পরিমাণে অসুবিধা হয় ।
বাজারের সাধারণ ডেক্স চেয়ারগুলি ততটা আরামের কথা চিন্তা করে তৈরি করা হয় না যতটা একটা গেমিং চেয়ার তৈরি করা হয় । যদিও অফিস চেয়ারের গঠন হালকা পাতলা হওয়ার কারণে এটি আপনার শরীরকে বেশি আলো বাতাস পেতে সাহায্য করবে , তবে যদি শারীরিক পজিশন বা বসার পজিশন এর কথা চিন্তা করেন তাহলে তাহলে অবশ্যই গেমিং চেয়ার বেস্ট ।
সাধারণ চেয়ারগুলো অফিসে বা বাসায় অল্প সময় বাদ দিনের কিছু সময় কাজ করার জন্য ঠিক আছে । কিন্তু যদি দীর্ঘ সময় বসে কাজ করার জন্য উপযোগী না । এটিতে বসে চারিদিকে নাড়াচাড়া করা অসুবিধা । পিঠের অংশের সাপোর্ট থাকলেও ঘাড়ের অংশে সাধারণ শেয়ারগুলিতে কোন সাপোর্ট বালিশ থাকে না ।
কোমরের অংশটুকুতেও কোন সাপোর্ট থাকে না সে অংশটুকু একদম সোজা থাকে । যার কারণে দীর্ঘদিন এই ধরনের চেয়ার ব্যবহার করলে কোমর এবং ঘাড়ের ব্যথা হবে শিউর । আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের চেয়ারে হাত রাখার জন্য যথেষ্ট হাতল থাকে না । কিন্তু একটি গেমিং চেয়ারে আপনি এর সকল সুবিধা পাবেন ।
যদিও চেয়ারের দামের উপর সুবিধা কিছুটা কম বেশি হতে পারে । কিন্তু বসার সিট অনেকটা সোফার মত আরামদায়ক , দুই পাশে হাত রাখার জন্য সাপোর্ট , ঘাড়ের সাপোর্ট , কোমরের বালিশ এবং চেহারার নিচে চাকা থাকায় ডান দিক বাম দিক নড়াচড়া করার জন্য সব রকমের সুবিধা রয়েছে ।
যার কারণে গেমিং করার সময় কোন রকম অসুবিধার আর মুখোমুখি হতে হবে না । বাজারে সিক্রেট ল্যাব , গিগাবাইট ইত্যাদি ব্রান্ডের ভিন্ন ভিন্ন ডিজাইনের অনেক গেমিং চেয়ার পাওয়া যায় । সেখান থেকে পছন্দ মত নিয়ে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত একটি চেয়ার।
সামগ্রিকভাবে ভ্যালু ফর মানি :
যদি একটি সাধারন ভালো মানের চেয়ার কিনতে চাই , তাহলে সেটি কম করে হলেও বর্তমান বাজারে আমার মনে হয় চার থেকে পাঁচ হাজার টাকার কমে হবে না। এর চেয়ে কমের মধ্যে চেয়ার কিনতে গেলে সেটি যে খুব বেশিদিন ব্যবহার করা যাবে না সে ব্যাপারে নিশ্চিত ।
আর একটি কিনতে গেলে সেটা হয়তো ১০ হাজারের মধ্য একটি ভালো মানের চেয়ার পাওয়া যাবে । কিন্তু এই সাধারণ চেয়ার এবং গেমিং চেয়ার এর মধ্যে টাকার পার্থক্যের তুলনায় অনেক বেশি পার্থক্য রয়েছে এর সুবিধা, ডিজাইন এবং গঠনে । সে পার্থক্যগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব । তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কিভাবে কেনা উচিত হবে ।
প্রথমে আসি ডিজাইন এর ব্যাপারে । একটি সাধারণ চেয়ারের ডিজাইন সাধারণ মানেরই হবে। সচরাচর আমরা বাসা বাড়িতে বা অফিসে যেমনটা ব্যবহার করি । কিন্তু একটি গেমিং চেয়ারের ডিজাইন অসাধারণ হবে এটাই স্বাভাবিক ।
সেটি আপনার বাসার পরিবেশ বা গেমিং সেটআপ কে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে যেটা সাধারণ চেয়ারে কখনোই সম্ভব নয় । সাধারণ চেয়ারগুলো কালো রঙের বেশি হয় । কিন্তু গেমিং চেয়ারগুলিতে কালো লাল ,গোলাপি ,নীল ভিন্ন ভিন্ন রঙের পাবেন । তাই বলতে পারি সৌন্দর্য বৃদ্ধিতে গেমিং চেয়ার গুলোই বেস্ট ।
এরপর বলতে পারি গঠনের দিক থেকে । যদিও এ এ ব্যাপারে আমি প্রথম পয়েন্টে বিস্তারিত আলোচনা করেছি । তারপরেও বলি সামগ্রিক বিবেচনায় শারীরিক আরামের কথা চিন্তা করলে বা গেমিং লাইফ উপভোগ করতে চাইলে এর কোন বিকল্প নেই।
তাছাড়া আরও একটি ব্যাপার রয়েছে যেটি না বললেই নয় যে আমরা একটি জিনিস কিনি পছন্দ করে সেটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য । সাধারণ ডেস্ক চেয়ার গুলো কখনোই বছরখানেকের বেশি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় না।
কিন্তু একটা গেমিং চেয়ার কিনলে আপনি সাথে কমপক্ষে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন । কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে একথা নিশ্চিত ভাবে বলতে পারি । চেয়ারগুলো এর চেয়েও অনেক বেশিদিন টিকে । সাধারণ ডেক্সট চেয়ারগুলি যেমন অল্প কিছুদিন ব্যবহার করলে নড়বড়ে হয়ে যায়, এর কাপড়গুলি খুলে যায় সর্বোপরি সৌন্দর্য নষ্ট হয়ে যায়, গেমিং চেয়ার গুলোতে এরকম কখনোই ঘটে না। দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করা যায় । শুধু নিয়মিত একটু যত্ন করতে হয় ।
সৌন্দর্য বৃদ্ধি:
আমরা যারা সৌন্দর্য প্রেমী আছি তাদের নিশ্চয়ই এ ব্যাপারে বিস্তারিত আর বলতে হবে না । উপরের এ বিষয়ে অল্প আলোচনাতেই আপনারা হয়তো বুঝে গেছেন । প্রফেশনাল লুক গেমারদের প্রথম প্রায়োরিটি । আপনি অনেক টাকা খরচ করে একটি পিসি কিনলেন ।
একটি চেয়ার অর্ডার করলেন । গেমিং মাউস, গেমিং কীবোর্ড এগুলোও কিনলেন । কিন্তু বসার চেয়ার টি অত্যন্ত সাধারণ মানের । তার মানে আপনার পুরো সেটআপটি বৃথা । কারণ এরকম একটি সেটআপের সামনে বা বড় মনিটরের সামনে ছোট সাধারণ মানের ডেস্ক চেয়ার কখনোই মানানসই নয় । অনেকটা চাঁদের গায়ে কলঙ্কের মতন ।
তাই একটি প্রফেশনাল সেটআপের জন্য গেমিং চেয়ার মাস্ট বলে আমি মনে করি । যেহেতু একটি সাধারণ মানের চেয়ার আর গেমিং চেয়ারের দামের পার্থক্য আকাশ পাতাল নয় তাই কিছু বাজেট বাড়িয়ে প্রফেশনাল লোকের জন্য হলেও গেমারদের একটি গেমিং চেয়ারই নেওয়া উচিত বলে আমি মনে করি । লাইভ গেমিং এর ক্ষেত্রে এটি নিজের ব্যক্তিত্বকে উপস্থাপন করতে এর বিকল্প নেই । আর আমি দেখেছি প্রত্যেক লাইভ গেমার রাই গেমিং চেয়ার ব্যবহার করেন ।
সবশেষে, যে কথা বলতে হয় সেটি হল দিনশেষে আমরা সবাই কমফোর্ট এবং সৌন্দর্যের কথাই বেশি চিন্তা করি । সেদিক থেকে একটি সাধারণ মানের ডেস্ক চেয়ার কখনোই পারফেক্ট চয়েজ হতে পারে না যেখানে বাজারের শত শত ডিজাইনের এবং ভিন্ন ভিন্ন দামের গেমিং চেয়ার হাত বাড়ালে পাওয়া যায় । আর হ্যা কেনার সময় অবশ্যই কালার এবং বডি এডজাস্টমেন্ট এর ব্যাপারে খেয়াল রাখবেন । নিজের শরীরের সাথে সঠিকভাবে ফিট না হলে সেটি সুবিধার চেয়ে অসুবিধা বেশি তৈরি করবে ।